Saturday, December 6, 2025
HomeBharatশ্রীনগরের খানইয়ার এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের গুলির লড়াই

শ্রীনগরের খানইয়ার এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের গুলির লড়াই

- Advertisement -

শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের খানইয়ার এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষের (Encounter in Srinagar) ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং সেখানকার সমস্ত প্রবেশপথ বন্ধ করে দেয়।

Advertisements

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, খানইয়ার এলাকায় কিছু জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়ার পর শনিবার সকালে একটি বিশেষ তল্লাশি অভিযান শুরু করা হয়। এই তল্লাশি চলাকালীন হঠাৎই জঙ্গিরা বাহিনীর ওপর গুলি চালায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

   

অভিযানের সময়ে জঙ্গিরা বারবার স্থান পরিবর্তন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে তাদের বাড়ির ভেতরে থাকতে বলা হয়েছে এবং পুরো এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular