রবিবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে এনকাউন্টার (Encounter) শুরু হয়। একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, বুদগামের রেডবাগ এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং সেখানে তল্লাশি অভিযান শুরু করে। জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালালে তল্লাশি অভিযান এনকাউন্টারে পরিণত হয়। এনকাউন্টার চলছে, তিন জঙ্গি ওই এলাকায় আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো জঙ্গি নিহত হওয়ার খবর নেই। বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
Advertisements
