Elon Musk: ভারতে আসবেন বিশ্বের ধনকুবের, বৈঠক করবেন মোদীর সঙ্গে

modi-elon mask

সম্প্রতি ভারতে আসতে চলেছেন টেসলা গোষ্ঠীর কর্ণধার ইলন মাস্ক। তিনি গত বুধবার ভারতীয় সময় রাত ১১টা ১৪ মিনিটে সমাজ মাধ্যমে তাঁর ভারতে আসার কথা জানান। শুধু তাই নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন বলেও জানা গিয়েছে। তবে এক্স-এর প্রধান তথা বিশ্বের অন্যতম ধনকুবের ঠিক কবে ভারতে আসছেন সেই বিষয়ে আপাতত কিছু জানা যায়নি।

Advertisements

প্রসঙ্গত গত বছর জুন মাসে নরেন্দ্র মোদীর সঙ্গে ইলন মাস্ক-এর একটি সাক্ষাৎ হয়েছিল আমেরিকায়। সেই সময় ইলন মাস্ক নিজেকে মোদীর ‘ফ্যান’ বলে দাবি করেন। একটি বিশ্বসংবাদ সংস্থার মতে, মোদীর সঙ্গে মাস্ক-এর টেসালার বিষয়ে কথা হয়। সেই সময়ে তিনি ভারতের বাজারে বেশ কিছু বিনিয়োগের কথা বলে জানা গিয়েছে।

Advertisements

বিশ্বসংবাদ সংস্থার মতে, এই মাসের শেষে স্পেসএক্স এর কর্ণধার ইলন মাস্ক ভারতে আসতে পারেন। জানা গিয়েছে ভারতের বাজারে তিনি বৈদ্যুতিন গাড়ি উৎপাদনের ব্যাপারে বেশ আশাবাদী। সম্প্রতি টেসলার যান সম্পর্কে নতুন খবর পাওয়া যায়। সংস্থাটি ভারতীয় ড্রাইভারদের কথা মাথায় রেখে বার্লিনে ডান হাতের চালকদের জন্য গাড়ির উৎপাদন শুরু করেছে।