তিরুবনন্তপুরম: কেরলের মন্দিরে হাতির তাণ্ডব! মেজাজ হারিয়ে আক্রমণ হানল পূণ্যার্থীদের উপর৷ গুরুতর আহত ১৭ জন৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর৷ গতকাল গভীর রাতে কেরলের মালাপ্পুরম জেলার তিরুরে পুথিয়াঙ্গাদি উৎসবে ঘটে এই মর্মান্তিক ঘটনা৷ (Elephant Ragdolls Man At Kerala Festival)
ক্ষিপ্ত হাতির তাণ্ডব Elephant Ragdolls Man At Kerala Festival
এদিন উৎসবে শত শত মানুষের জমায়েত হয়েছিল৷ সমাজ মধ্যমেএই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে৷ তাতে দেখা গিয়েছে, মেলায় সোনালী প্লেট পরানো পাঁচটি হাতি আনা হয়েছিল৷ উপস্থিত মানুষ হাতিগুলোর ছবি তুলতে তখন ব্যস্ত৷ আচমকাই একটি হাতি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ভিড় লক্ষ্য করে তেড়ে যায়৷ মাহুত হাতিটিকে থামানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন৷ কিন্তু তিনি ব্যর্থ হন৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যায়৷ ওই ক্ষিপ্ত হাতিটির নাম পক্কথু শ্রীকুট্টান৷ , এবং ভিডিওতে দেখা যায়, এটি দর্শনার্থীকে শুড়ে তুলে আকাশে মাটিতে আছাড় মেরে ফেলে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভয়ে আতঙ্কে সকলে দিশেহারা হয়ে ছোটাছুটি শরু করে দেয়৷ ফলে বিপদ আরও বাড়ে৷
পদদলিত বহু Elephant Ragdolls Man At Kerala Festival
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আহত ব্যক্তির অবস্থা গুরুতর৷ তাঁকে কোতাক্কল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে৷ পদদলিত হয়ে আহত হয়েছে আরও অনেকে৷ উৎসবে উপস্থিত কিছু লোক হাতিটিকে বেঁধে শান্ত করার চেষ্টা শুরু করেন৷ প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর হাতিটিতে তাঁরা বাঁধতে সক্ষম হন৷ একটি খুঁটির সঙ্গে হাতিটিকে বেঁধে ফেলা হয়৷ তার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷
Bharat: Elephant rampage in Kerala’s Malappuram district leaves 17 injured during Puthiyangadi festival. One critically injured. The incident involved an elephant named Pokkathu Sreekuttan. Get the latest updates on this tragic event.