Election: সংক্রমণ বেড়ে চলায় অবিলম্বে সভা-সমাবেশ বন্ধ করার জন্য কমিশনকে পরামর্শ

দেশে করোনার দৈনিক সংক্রমণ লাফিয়ে বাড়ছে। পাশাপাশি বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। করোনার সংক্রমণ বৃদ্ধিতে রীতিমত উদ্বেগে রয়েছে কোভিড টাস্কফোর্স। আর কয়েক দিনের মধ্যেই দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের (Election) নির্ঘন্ট ঘোষণা হওয়ার কথা। কিন্তু ওই সমস্ত রাজ্যগুলিতে যাতে সব ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ ও জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় সে বিষয়ে নির্বাচন কমিশনকে পরামর্শ দিল টাস্কফোর্স। বৃহস্পতিবার টাস্কফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই যদি সভা-সমিতি, জমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা না হয় তাহলে বিপদ আরও বাড়বে।

Advertisements

কয়েকদিন আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, মণিপুর, গোয়ায় নির্দিষ্ট সময়েই ভোট গ্রহণ হবে। সংক্রমণ বৃদ্ধির কথা মাথায় রেখেই ভোট গ্রহণ করা হবে। আপাতত ভোট পেছানোর কোনও পরিকল্পনা নেই। কারণ প্রতিটি রাজনৈতিক দলই চাইছে যথাসময়ে নির্বাচন হোক। তাই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ৫ রাজ্যেই বুথের সংখ্যা বাড়ানো হচ্ছে। এমনকী, ভোট গ্রহণের সময়সীমা বাড়ছে। কিন্তু জনসভা, মিটিং- মিছিলের ওপর কোনও নিষেধাজ্ঞা আরোপ করেনি কমিশন।

   

কিন্তু কমিশনের এই ঘোষণার পরই রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞ থেকে শুরু করে চিকিৎসকরা। সকলের একটাই প্রশ্ন, করোনার হাত থেকে বাঁচতে যেখানে বারবার দূরত্ব বিধি মেনে চলার কথা বলা হচ্ছে সেখানে কী করে সভা সমাবেশকে ছাড়পত্র দিচ্ছে কমিশন।

Advertisements

এরই মধ্যে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কোভিড টাস্কফোর্সের প্রধান ভিকে পল নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন, ভাইরাসের সংক্রমণের শৃঙ্খল ভাঙতে হলে অবিলম্বে ভোটমুখী রাজ্যগুলিতে সবধরনের সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হোক। যদি তা না হয় তবে কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। যথাসময়ে ভোট করতে গিয়ে দেশকে ঠেলে দেওয়া হবে চরম বিপদের মুখে। তাই কমিশন যেন সবদিক বিবেচনা করেই নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়।