নির্বাচনে অনিয়ম রুখতে BLO নিয়োগে কড়াকড়ি কমিশনের

Election Commission Tightens BLO Appointment Rules to Ensure Transparent Elections in India
Election Commission Tightens BLO Appointment Rules to Ensure Transparent Elections in India

আসন্ন নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটপ্রক্রিয়া নিশ্চিত করতে বুথ লেভেল অফিসার (BLO) নিয়োগের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করল ভারতের নির্বাচন কমিশন (Election Commission)। ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন BLO-রা। তবে সম্প্রতি এই BLO-দের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ ওঠায় এবার নিয়োগ প্রক্রিয়াতেই কড়াকড়ি আনল কমিশন।

কাদের BLO করা যাবে?
নতুন নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, এবার থেকে শুধুমাত্র তৃতীয় শ্রেণির বা তার ঊর্ধ্বতন সরকারি কর্মীদেরই BLO হিসেবে নিয়োগ করা যাবে। চতুর্থ শ্রেণির কর্মচারী বা চুক্তিভিত্তিক কর্মীদের এই দায়িত্ব দেওয়া যাবে না। এতে ভোটের কাজের প্রতি BLO-দের দায়িত্ববোধ ও পেশাগত মান বজায় থাকবে বলে মনে করছে কমিশন।

   

তবে স্থায়ী কর্মী না পাওয়া গেলে, শর্তসাপেক্ষে অঙ্গনওয়াড়ি কর্মী, চুক্তিভিত্তিক শিক্ষক, অথবা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দফতরের কর্মচারীদের BLO হিসেবে নিযুক্ত করা যেতে পারে। সেই ক্ষেত্রেও যথাযথ অনুমোদন এবং যুক্তিসংগত কারণ দেখাতে হবে।

প্রক্রিয়া ও শংসাপত্র বাধ্যতামূলক
এই পরিস্থিতিতে প্রতিটি বিধানসভা এলাকার ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO)-দের থেকে লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে, সংশ্লিষ্ট এলাকার জন্য BLO নিয়োগে কি স্থায়ী কর্মী পাওয়া যাচ্ছে না? যদি না যায়, তবে তাদের লিখিতভাবে শংসাপত্র দিতে হবে এবং সেই অনুযায়ী ব্যতিক্রমী নিয়োগ অনুমোদন পাবে।

অনিয়মের জেরে কড়াকড়ি
এই কড়াকড়ির পেছনে প্রধান কারণ, সম্প্রতি বিভিন্ন জেলার BLO-দের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। অভিযোগ অনুযায়ী, ভোটার তালিকা থেকে মৃত বা ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়ার আবেদন করা হলেও তা কার্যকর করেননি অনেক BLO। আবার, ভোটার তালিকায় নাম জুড়তেও অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।

কমিশনের তদন্তেও এই অভিযোগের অনেকাংশ সত্য বলে প্রমাণিত হয়েছে। ফলে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে BLO নিয়োগে কঠোর নীতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

২০ জুনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ
নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এই নির্দেশনা প্রতিটি জেলা প্রশাসন ও নির্বাচন অফিসে পাঠিয়ে দিয়েছে। বলা হয়েছে, এই নির্দেশিকা মেনে BLO নিয়োগ প্রক্রিয়ায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ২০ জুনের মধ্যে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ আকারে জমা দিতে হবে।
এই নির্দেশ পালন নিশ্চিত করতে জেলার ERO এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের উপর বিশেষ নজরদারি চালাবে কমিশন।

উদ্দেশ্য: স্বচ্ছ ভোট, নিরপেক্ষ প্রশাসন
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে নির্বাচন বিশেষজ্ঞরা স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, ভোটার তালিকা হলো নির্বাচনী প্রক্রিয়ার ভিত্তি। তাই BLO-দের নিরপেক্ষ ও দক্ষভাবে নিয়োগ হলে নির্বাচনের স্বচ্ছতা অনেকটাই বাড়বে।

আগামী দিনে ভোটার তালিকা সংশোধন, নতুন ভোটার অন্তর্ভুক্তি ও ভুয়ো নাম বাদ দেওয়ার কাজ যাতে আরও সঠিকভাবে হয়, সেই লক্ষ্যেই এই নতুন নির্দেশিকা কার্যকর করা হচ্ছে।
সার্বিকভাবে, গণতন্ত্রের প্রাথমিক স্তরে স্বচ্ছতা আনতে BLO-দের ভূমিকা আরও জবাবদিহিমূলক ও কার্যকর করতে উদ্যোগী হল নির্বাচন কমিশন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন