ECI: ‘বিকশিত ভারত’-এর মেসেজ পাঠানো বন্ধ হোক, মোদী সরকারকে কড়া নির্দেশ

এবার বিজেপির বিরুদ্ধে কড়া মনোভাব জাতীয় নির্বাচন কমিশনের। ‘বিকশিত ভারত’-এর নামে সাধারণ মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের তরফে যে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো হচ্ছে, তাতে এবার কড়া…

এবার বিজেপির বিরুদ্ধে কড়া মনোভাব জাতীয় নির্বাচন কমিশনের। ‘বিকশিত ভারত’-এর নামে সাধারণ মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের তরফে যে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো হচ্ছে, তাতে এবার কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এই মর্মে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রককে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন (ECI)।

Advertisements

বস্তুত, হোয়াটসঅ্যাপে পাঠানো বিকশিত ভারত মেসেজ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে কমিশন। অবিলম্বে এই বিষয়ে মন্ত্রকের কাছে একটি সম্মতি রিপোর্ট অবধি চাওয়া হয়েছে। কমিশনের কাছে বেশ কয়েকটি অভিযোগ এসেছিল যে ২০২৪ সালের লোকসভা নির্বাচন ঘোষণা এবং আদর্শ আচরণবিধি প্রয়োগ করা সত্ত্বেও নাগরিকদের ফোনে এখনও এই জাতীয় মেসেজ পাঠানো হচ্ছে। আর এটাই বন্ধ করার দাবি তুলছিলেন বিরোধীরা।

   

তবে জবাবে আয়কর মন্ত্রক কমিশনকে জানিয়েছে যে আচরণবিধি কার্যকর হওয়ার আগে এই মেসেজগুলো পাঠানো হলেও তার মধ্যে কিছু সম্ভবত পদ্ধতিগত এবং নেটওয়ার্কের ত্রুটির কারণে জনসাধারণের কাছে দেরিতে পৌঁছেছে।