Monday, December 8, 2025
HomeBharatMaharashtra: শিব সেনার গৃহযুদ্ধে মহারাষ্ট্রের মহারাজা শিন্ডে

Maharashtra: শিব সেনার গৃহযুদ্ধে মহারাষ্ট্রের মহারাজা শিন্ডে

বিজেপির অপারেশন লোটাস সফল

- Advertisement -

অবশেষে মহারাষ্ট্রে (Maharashtra) শিন্ডে সরকার। যে বালাসাহেব ঠাকরের হাতে শিব সেনার পত্তন হয়েছিল সেই দলের গৃহযুদ্ধে ঠাকরে পরিবার আপাতত কোণঠাসা। বিজেপির সঙ্গে জোট করেই একনাথ শিন্ডে হয়ে গেলেন নতুন মুখ্যমন্ত্রী। আর প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে ক্ষমতা হারালেও তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়ে তীব্র আলোচনা শুরু।

নতুন বিজেপি-শিবসেনা জোটের বড় শরিক হলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে মু়খ্যমন্ত্রী করেনি দল। তিনি শিন্ডে সরকারের মন্ত্রিসভায় থাকছেন।

   

টানা ৯ দিনের মাথায় মহারাষ্ট্রের মহাপর্বের সমাপতন। মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন উদ্ধব ঠাকরের অন্যতম বিক্ষুব্ধ নেতা একনাথ শিন্ডে।

পড়ুন: Maharashtra Crisis: বিজেপি-শিন্ডে জোটের সরকার, সফল অপারেশন লোটাস

মুম্বই থেকে সুরাট হয়ে গুয়াহাটি ও সবশেষে পানাজি পলাতক শিব সেনা বিধায়কদের নিয়ে গত কয়েকদিন ধরে মহারাষ্ট্র ঘিরে চরম উত্তেজনা শুরু হয়েছিল। আজ সেটির এক পর্ব শেষ।

আরও পড়ুন: Maharashtra Crisis: গোয়ার হোটেলে হুল্লোট নাচ শিন্ডে গোষ্ঠির বিধায়কদের, ঘরে কাঁপছে আত্মীয়রা

বিদ্রোহী বিধায়কদের সদস্যপদ খারিজের দাবিতে সরব উদ্ভব শিবির। সুপ্রিম কোর্টের নির্দেশে আস্থা ভোটের আগে পদত্যাগ করেন অ-বিজেপি জোটের মুখ্যমন্ত্রী ঠাকরে। আর শিল্ডের দাবি ছিল প্রয়াত বালাসাহেবের নীতি থেকে সরে গেছেন উদ্ভব। তিনি বিজেপির সঙ্গে জোট করুন। মানতে চাননি উদ্ভব। তিনি কংগ্রেস ও এনসিপি জোটের সঙ্গেই থাকছেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular