পাটনা: নির্বাচনের আর বাকি মেরেকেটে দু-মাস। তার আগেই বিহারের রাজ্য রাজনীতি নিয়ে বড় দাবি করলেন রাজনৈতিক উপদেষ্টা তথা জন সুরজ পার্টির (Jan Suraaj Party) প্রধান প্রশান্ত কিশোর। রবিবার তিনি আসন্ন নির্বাচনে শাসক-বিরোধী কার ঝুলিতে কটি আসন আসবে জানিয়ে দিলেন। সেইসঙ্গে নির্বাচন আবহে তাঁর দলের অবস্থানও স্পষ্ট করলেন পিকে (Prashant Kishor)।
তাঁর দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে বিহারের (Bihar Assembly Election) ২৪৩ টি আসনে এককভাবে লড়বে তাঁর দল জন সুরজ পার্টি। “আমার দল হয় জিতবে, নয়ত হারবে। কিন্তু মধ্যপন্থা নেবে না। কারও সঙ্গেই জোটে যাবে না”। পাশাপাশি, তিনি জানালেন, আসন্ন বিধানসভা নির্বাচনে ২৫-এরও কম সিট পাব্দে বর্তমান শাসকদল জেডিইউ (JDU)। ধাক্কা খাবে বিজেপিও। আর বিরোধীরা তৃতীয় স্থানেই থাকবে।
JD(U)-এর বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠাবেন পিকে
বিহারের গ্রামোন্নয়ন মন্ত্রী অশোক চৌধুরীর বিরুদ্ধে ২০০ কটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছেন প্রশান্ত কিশোর। তিনি এই নিরিখে জেডিইউ-এর বিরুদ্ধে আক্রমণ করে তিনি বলেন, যে মন্ত্রী অশোকের বিরুদ্ধে তিনি মানহানির মামলা করবেন।
“কিন্তু কেবল নোটিশ পাঠিয়েই সব ঠিক হবে না। আমি তার বিরুদ্ধে ২০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনেছি। অশোক চৌধুরীকে উত্তর দিতে হবে যে তিনি জমি কিনেছেন কি না। আর যদি কিনে থাকেন, তাহলে কেন তিনি তার পিএ (ব্যক্তিগত সহকারী) এর নামে জমি কিনেছেন?” কিশোর বলেন।
নীতিশকে নিয়ে কি বললেন পিকে?
এদিন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেও (Nitish Kumar) কার্যত একহাত নেন প্রশান্ত কিশোর। তিনি বলেন, “বর্তমানে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব সামলাতে ব্যর্থ হচ্ছেন নীতিশ কুমার। হয়ত উনি ব্যক্তিগতভাবে খারাপ নন। কিন্তু তাঁর নেতা এবং আধিকারিকরা রাজ্যকে লুটেপুটে খাচ্ছে। যদি নীতিশ চোর না হয়, তাহলে কে চোর?”