কলকাতা: ভারতের অন্যতম প্রথম সারির টেক কোম্পানিতে টাটা কনসালটেন্সি সার্ভিসে (TCS) ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সংস্থার এক কর্মী। Reddit-এ তিনি লেখেন, জুনিয়র কর্মীদের যেকোনো মুহূর্তে চাকরি থেকে বরখাস্ত করতে দ্বিতীয়বার ভাবে না টিসিএস। ইস্তফা দিতে রাজি না হলে দেওয়া হয় নানান রকম হুমকি।
ওই ব্যক্তি লিখেছেন, সংস্থার মানবসম্পদ টিম (HR Team) থেকে হঠাৎ তাঁকে একদিন ডেকে পাঠিয়ে ইস্তফা দিতে বলা হয়। তা না হলে কোম্পানি তাঁর নামে খারাপ রিভিউ দিয়ে দেবে বলা হয়। কিন্তু চাপের মুখে ইস্তফা দেওয়ার ব্যাপারে সাফ “না” বলে দেন ওই টেক কর্মী। তিনি জানিয়েছেন, মূলত জুনিয়র কর্মীদের আচমকা ইস্তফা দিতে বলা হয়। তা না করলে মাইনে আটকে দেওয়া, ব্ল্যাকলিস্ট করে দেওয়া, খারাপ রিভিউয়ের ভয় দেখানো হয়।
এই বাজারে চাকরি হারালে নতুন কাজ পাওয়া যে কতটা মুশকিল, তা হারে হারে জানে নতুন প্রজন্ম। তাই HR এর হুমকি, মানসিক অত্যাচার সহ্য করেও অনেক কর্মীই কাজ করে যান বলে জানিয়েছেন ওই ব্যক্তি। টাটা কনসালটেন্সি সার্ভিসের মত সংস্থায় কর্মীদের উপর এই ধরণের মানসিক অত্যাচারের ঘটনা পোস্ট করার পরেই সেটি ভাইরাল হয়ে যায়।
অনেকেই নিজেদের অভিজ্ঞতার কথা জানান। এক ব্যক্তি লেখেন, “কোম্পানি ভেদে চাকরি ছাড়ার ১ থেকে ৩ মাস আগে কর্মীদের সেই সংস্থাকে নোটিশ দিতে হয়। তাহলে কোম্পানিগুলই বা কর্মী ছাঁটাই-এর আগে নোটিশ দেবে না কেন?” তবে টিসিএস-এর কোন শাখায় ওই ব্যক্তি কর্মরত ছিলেন তা জানা যায়নি।