নয়াদিল্লি: আজ সারাবিশ্বের সঙ্গে পশ্চিমবঙ্গেও উদযাপিত হচ্ছে ইদ-উল-ফিতর, মুসলিম সম্প্রদায়ের অন্যতম পবিত্র উৎসব। এক মাসের কঠিন রোজা শেষে আজ আনন্দের উৎসবে মেতে উঠেছেন রাজ্যের মুসলিম ভাই-বোনেরা। আলিঙ্গন, মিষ্টি মুখ, এবং একে অপরকে শুভেচ্ছা জানানো চলছে চারিদিকে। (Eid Greetings from Leaders)
দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির Eid Greetings from Leaders
ইদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা৷ সামাজিক মাধ্যম এবং বিভিন্ন প্ল্যাটফর্মে শুভেচ্ছা জানিয়েছেন সকলে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন, ‘খুশির ইদে সকল দেশবাসীকে শুভেচ্ছা জানাই। বিশেষ করে আমার মুসলিম ভাই-বোনেদের অনেক শুভেচ্ছা। এই উৎসব ভ্রাতৃত্বের চেতনাকে শক্তিশালী করে করুণা ও দানের মানসিকতা বাড়িয়ে তোলে। আমি প্রার্থনা করি এই উৎসব সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং আনন্দ বয়ে আনুক। মানবিকতার পথে চলার সংকল্প শক্তিশালী হোক এই উৎসবের হাত ধরে।’
Eid Greetings from Leaders শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর
এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও৷ তিনি লিখেছেন, ‘সকলকে ইদ-উল-ফিতরের শুভেচ্ছা জানাই। এই উৎসব আমাদের সমাজে নতুন আশা, সম্প্রীতি ও দয়ার চেতনাকে বাড়িয়ে তুলুক। আপনাদের সকল প্রচেষ্টায সফল হোক। ইদ মোবারক।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে লেখেন, “ইদ মোবারক! ইদ-উল-ফিতর উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই দিনটি আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনুক।”
শুভেচ্ছা জানালেন রাহুল Eid Greetings from Leaders
কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে লেখেন, “ইদ মোবারক! এই আনন্দময় উৎসব আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য শান্তি, সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বয়ে আনুক।”
ইদ-উল-ফিতর কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের মধ্যে মানবিক মূল্যবোধ ও ঐক্য প্রতিষ্ঠার এক মহান উপলক্ষ। পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধা, সহমর্মিতা এবং ভালোবাসার আবহ বিরাজ করছে আজ।
এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় ইদের নামাজ ও সামাজিক মিলনমেলার আয়োজন করা হয়েছে, যেখানে মানুষ একে অপরকে আলিঙ্গন করে, শুভেচ্ছা জানাচ্ছেন এবং দানও করছেন।
Bharat: Eid-ul-Fitr celebrated across West Bengal with joy and unity. Leaders like PM Modi, Mamata Banerjee, and Rahul Gandhi extend greetings. Discover how this festival strengthens humanity and harmony.