HomeBharatতালের মাঝে তাল কাটলো ডিমে! গরবা উৎসবে বিদ্বেষ-বার্তা?

তালের মাঝে তাল কাটলো ডিমে! গরবা উৎসবে বিদ্বেষ-বার্তা?

- Advertisement -

মুম্বই: নবরাত্রির (Navratri) অষ্টমীর রাতে ফের গরবা (Garba) অনুষ্ঠানে চরম বিতর্ক! ঘটনার জেরে দায়ের হল পুলিশি অভিযোগ! জানা গিয়েছে, মহারাষ্ট্রের থানের মীরা রোড এলাকার কাশিগাঁও-এর একটি আবাসন সোসাইটিতে গরবা (Garba) অনুষ্ঠান চলাকালীন আকাশ থেকে ডিম (Egg) পড়ায়, গরবার তালে ছেদ পড়ে! অভিযোগ, ‘পবিত্র’ গরবার মাঝে কেউ ইচ্ছাকৃতভাবে ডিম ফেলে অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করেছে।

ঘটনার জেরে ওই আবাসনেরই এক সন্দেহভাজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।  বুধবার পুলিশ জানিয়েছে, ঘটনায় ক্ষোভে ফুঁসছেন গরবা অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। মহাষ্টমীর রাত ১০.৫০ নাগাদ কিছু বাসিন্দা সন্দেহভাজন ওই ব্যক্তিকে ১৬ তলা থেকে কিছু ছুঁড়ে মারতে দেখেন। ঘটনাস্থলে উপস্থিত দুই মহিলা পুলিশ সদস্যের কাছে একটি ভাঙা ডিম দেখতে পান তাঁরা।

   

গরবায় অংশগ্রহণকারীদের অভিযোগ, ঘটনার কিছুক্ষণ আগে সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থলে দেখা গিয়েছিল। তিনি তাঁর মোবাইল ফোন দিয়ে গানের ডেসিবেলের মাত্রা পরীক্ষা করছিলেন এবং গরবার ভিডিও করছিলেন। শব্দের উদ্বেগের কথা উল্লেখ করে তিনি বেশ কয়েকবার পুলিশকে ফোন করে অনুষ্ঠান বন্ধ করার জন্য অনুরোধ করেছিলেন, বলে জানান পুলিশের এক কর্মকর্তা। ঘটনার পরেই ক্ষুব্ধ বাসিন্দারা কাশিগাঁও থানায় ছুটে যান এবং ওই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অবাঞ্ছিত পরিস্থিতি এড়াতে আবাসনে অতিরিক্ত পুলিশ (Police) বাহিনী পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, বুধবার ভোরে সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ধারা ৩০০ (ধর্মীয় উপাসনা বা অনুষ্ঠান পালনে আইনত জড়িত কোনও সমাবেশে স্বেচ্ছায় বিঘ্ন সৃষ্টি করা) এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। কর্মকর্তা জানান, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তবে তদন্ত চলছে।

প্রসঙ্গত, এবছর নবরাত্রি শুরুর আগে থেকেই একাধিকবার বিতর্কের জেরে শিরোনামে উঠে এসেছে বিশ্বখ্যাত গরবা (Garba) অনুষ্ঠান। প্রথমেই মহারাষ্ট্রের গরবা অনুষ্ঠানে ‘কেবলমাত্র হিন্দুদের প্রবেশাধিকার’ নিয়ে বিতর্কে জড়ায় বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। তারপর ভাদোদরায় গরবা অনুষ্ঠানে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় দম্পতির চুম্বনকে কেন্দ্র করে ভারতের সংস্কৃতি ও হিন্দু ধর্মের উপর আঘাত নিয়ে বিতর্কের ঝড় ওঠে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular