ইউজিসি নেট ২০২৪ পরীক্ষা বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ

Education Ministry Cancels UGC-NET Exam Amid Integrity Concerns, Orders CBI Probe

ইউজিসি নেট ২০২৪ এর যে পরীক্ষা (UGC-NET exam) নেওয়া হয়েছে জুন মাসে, সেই পরীক্ষা এবার বাতিল করে দেওয়া হল। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক নির্দেশ দিয়েছেন যে, গোটা পরীক্ষা প্রক্রিয়া বাতিল করে দেওয়া হচ্ছে। শুধু যে বাতিল করা হচ্ছে তাই নয়, সেই সঙ্গে সিবিআই তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisements

গত ১৮ জুন, গোটা দেশজুড়ে একাধিক কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু তারপরই অভিযোগ ওঠে একাধিক অনিয়মের। সেই কারণেই শিক্ষা মন্ত্রকের এরকম কড়া পদক্ষেপ বলে মনে করছেন শিক্ষা মহল।

অভিযোগ ছিল যে, একাধিক কেন্দ্রে পরীক্ষার আগেই প্রশ্নপত্র লিক হয়ে গিয়েছিল। অর্থাৎ প্রশ্নপত্রের কপি বাইরে চলে এসেছিল। এই ঘটনাতে প্রভাব পড়েছিল পরীক্ষার্থীদের উপরেও। অনেক জায়গাতেই পরীক্ষার্থীদের চরম অসুবিধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ উঠেছিল। প্রসঙ্গত উল্লেখ্য যে এই পরীক্ষাটি হয়েছিল ‘ওএমআর’ পদ্ধতিতেই।

Advertisements

সূত্র মারফৎ পাওয়া খবর অনুযায়ী, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারের তরফ থেকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে ১৯ শে জুন এই বিষয়ে সতর্ক করা হয়। এবং তার পরপরই আর বিন্দুমাত্র দেরি না করে কড়া পদক্ষেপ গ্রহণ করে শিক্ষা মন্ত্রক। নতুন করে আবার কবে এই পরীক্ষা নেওয়া হবে, সে সম্পর্কে খুব তাড়াতাড়িই নতুন নির্দেশিকা জারি করবে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রক এমনটাই খবর পাওয়া যাচ্ছে।

সম্প্রতি কেন্দ্রীয় ডাক্তারির প্রবেশিকা বা নিট পরীক্ষাতে (NIIT) একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এমনকি পরীক্ষা বাতিলেরও দাবি উঠেছে একাধিক মহল থেকে। ২৯ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ রীতিমতো অনিশ্চয়তার অন্ধকারে তলিয়ে রয়েছে। এখনও অব্দি আদালতে বিচারাধীন রয়েছে বিষয়টি। তার মধ্যেই নেট পরীক্ষাতে আবারও একাধিক অনিয়মের অভিযোগ। তাই এবার আর কালবিলম্ব না করে গোটা পরীক্ষা প্রক্রিয়াই বাতিল করে সিবিআই তদন্তের পথে এগোলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।