মধ্যপ্রদেশের রায়সেন জেলায় একটি কনভেন্ট স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে ইসলামিক প্রতীক সম্বলিত হিন্দি বর্ণমালা চার্ট বিতরণের অভিযোগে বিতর্ক ছড়িয়েছে। শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষা বিভাগ (Education Department) ইতিমধ্যেই এ নিয়ে তদন্ত শুরু করেছে।
অভিযোগ অনুযায়ী, বেবি কনভেন্ট স্কুলের অধ্যক্ষ আই. এ. কুরেশি শিক্ষার্থীদের এমন একটি হিন্দি বর্ণমালা চার্ট দিয়েছিলেন যেখানে ‘ক’ দিয়ে কাবা, ‘মা’ দিয়ে মসজিদ এবং ‘না’ দিয়ে নামাজের উল্লেখ রয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) শুক্রবার বিক্ষোভ দেখায় এবং অধ্যক্ষ কুরেশিকে ঘেরাও করে।
সাব-ডিভিশনাল পুলিশ অফিসার প্রতিভা শর্মা জানান, পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “বিষয়টি শিক্ষা বিভাগের সাথে সম্পর্কিত এবং জেলা শিক্ষা অফিসার (ডিইও) এর কাছে পাঠানো হয়েছে।”
জেলা প্রশাসক ডি.ডি. রজক জানান, অভিযোগের তদন্ত চলছে। তিনি বলেন, “শিক্ষা বিভাগের নির্দেশিকা অনুসারে, কোনও নির্দিষ্ট বিশ্বাসের ধর্মীয় প্রতীক সম্বলিত শিক্ষা উপকরণ স্কুলে পড়ানো যাবে না।”
অধ্যক্ষ কুরেশি স্বীকার করেছেন যে এটি তাঁর “অনিচ্ছাকৃত” ভুল ছিল। তিনি জানান, ভোপাল থেকে আনা চার্টগুলিতে বিক্রেতার ভুলের কারণে মাদ্রাসায় ব্যবহৃত কিছু বিষয় অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। তাঁর দাবি, মাত্র এক বা দুইটি বই ও চার্ট শিক্ষার্থীদের হাতে পৌঁছেছিল।