HomeBharatArvind Kejriwal: কেজরিওয়ালকে চতুর্থবার তলব করল ED, গ্রেপ্তারির আশঙ্কা মুখ্যমন্ত্রীর

Arvind Kejriwal: কেজরিওয়ালকে চতুর্থবার তলব করল ED, গ্রেপ্তারির আশঙ্কা মুখ্যমন্ত্রীর

- Advertisement -

আবগারি দুর্নীতি মামলায় আবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আগামী ১৮ জানুয়ারি তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।৩ জানুয়ারি হাজিরা না দেওয়ায় ইডি চতুর্থবার কেজরিওয়ালকে সমন পাঠালো। আম আদমি পার্টির তরফে জানানো হয়েছিল, এই সমন বেআইনি। শুধুমাত্র তাঁকে গ্রেপ্তার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে।

এর আগে, আম আদমি পার্টি (AAP) জাতীয় আহ্বায়ক কেজরিওয়াল ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বরও ইডি-র হাজিরা দেননি। পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হতে পারে বলে দাবি করে আসছে দলটি। যদিও ইডি এমন দাবিকে গুজব বলে দাবি করেছে। গত বছরের এপ্রিলে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই মামলায় মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু সংস্থা তাকে অভিযুক্ত করেনি। তবে এবার ১৮ জানুয়ারি তিনি কী পদক্ষেপ নেন, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

   

প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংকে আগেই গ্রেপ্তার করেছে ইডি। আরেক মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে তল্লাশি চালানো হয়। ইন্ডিয়া জোটের তৎপরতার মাঝে কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে আপের অন্দরে বাড়ছে চাপ। গ্রেপ্তারির আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন দলের নেত্রী অতিশী মারলেনা। আরেক আপ নেতা রাঘব চাড্ডাও বলেছিলেন, কেজরিকে গ্রেপ্তার করার ‘ছক’ করছে বিজেপি। সেই আবহে ফের শনিবার ইডির সমন গিয়ে পৌঁছল কেজরিওয়ালের কাছে। ফলে তাঁকে গ্রেপ্তার করা নিয়ে আপ শিবিরে বাড়ছে আশঙ্কা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular