বেটিং কাণ্ডে বড় ধাক্কা! গুগল-মেটাকে তলব ইডির

অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে এবার টেক জায়ান্ট গুগল ও মেটার বিরুদ্ধে পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শনিবার ইডির পক্ষ থেকে দুই সংস্থাকেই সমন পাঠানো হয়েছে…

ED Summons Google Meta

অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে এবার টেক জায়ান্ট গুগল ও মেটার বিরুদ্ধে পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শনিবার ইডির পক্ষ থেকে দুই সংস্থাকেই সমন পাঠানো হয়েছে এবং ২১ জুলাই হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনি অনলাইন বেটিং অ্যাপকে (ED Summons Google Meta) প্রচারে সাহায্য করার অভিযোগেই এই তলব,যা তদন্তে এক বড় মোড় বলেই মনে করা হচ্ছে।

ইডি-র অভিযোগ, গুগল ও মেটা (ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ) তাদের প্ল্যাটফর্মে এই বেটিং অ্যাপগুলোর বিজ্ঞাপন ও লিংক প্রচারের সুযোগ দিয়েছে। এর ফলে এই প্ল্যাটফর্মগুলি বিপুল সংখ্যক ব্যবহারকারীর কাছে পৌঁছে গিয়েছে। অভিযোগ আরও গুরুতর-বহু অ্যাপের সঙ্গে জড়িয়ে রয়েছে অর্থপাচার ও হাওলা লেনদেনের মতো গুরুতর আর্থিক অপরাধ।

   

নাম জড়িয়েছে সেলেবদেরও

সাম্প্রতিক সময়ে একাধিক অভিনেতা, উপস্থাপক ও সোশ্যাল মিডিয়া প্রভাবশালী এই বেটিং অ্যাপগুলোর প্রচারে যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। গত সপ্তাহেই ইডি মোট ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, যাঁদের মধ্যে রয়েছেন অভিনেতা প্রকাশ রাজ, রানা ডাগ্গুবাটি ও বিজয় দেবেরাকোন্ডার মতো পরিচিত মুখ। অভিযোগ, মোটা টাকার বিনিময়ে তাঁরা এই বেআইনি অ্যাপগুলোর প্রচারে অংশ নিয়েছিলেন।

মহাদেব অ্যাপ ও ফেয়ারপ্লে কাণ্ড: তদন্তের কেন্দ্রে

এইসব কেলেঙ্কারির মধ্যে সবচেয়ে বড় ও চাঞ্চল্যকর হল মহাদেব বেটিং অ্যাপ কাণ্ড, যার আর্থিক জালিয়াতির পরিমাণ ছ’হাজার কোটিরও বেশি। ইডির দাবি, অ্যাপটির প্রোমোটারদের থেকে প্রাক্তন ছত্তীসগড় মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ৫০০ কোটিরও বেশি টাকা ঘুষ পেয়েছেন।

অন্যদিকে, ফেয়ারপ্লে অ্যাপের বিরুদ্ধে রয়েছে আইপিএল ম্যাচ অবৈধভাবে স্ট্রিম করার অভিযোগ। Viacom18-এর স্বত্বাধিকার থাকা এই ম্যাচ সম্প্রচারে বিশাল ক্ষতি হয়েছে বলে দাবি। একাধিক সেলেবের নাম এই মামলাতেও জড়িয়েছে। তদন্তে ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, জব্দ হয়েছে শত কোটি টাকার সম্পত্তি, দাখিল হয়েছে চার্জশিটও।

Advertisements

কীভাবে ছড়িয়ে পড়ছে এই বেটিং অ্যাপ?

ইডির বক্তব্য, অনেক বেটিং অ্যাপ ‘স্কিল গেম’ বলে পরিচয় দিয়ে দেশে কার্যত জুয়া চালিয়ে যাচ্ছে। এগুলির মাধ্যমে প্রতি মাসে কোটি কোটি টাকা কালো বাজারে পাচার হচ্ছে, হাওলা রুটে বিদেশেও টাকা যাচ্ছে।

এই তদন্তে গুগল ও মেটাকে তলব করা শুধুমাত্র প্রযুক্তি মাধ্যম নয়, বরং বৃহত্তর আর্থিক জালিয়াতির এক গভীর চিত্রকে সামনে আনছে। তদন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর গোটা দেশের।