একাধিক দুর্নীতিতে জেল খেটেছেন লালুপ্রসাদ যাদব। জেলমুক্ত হওয়ার পর কিডনির অসুখে ভুগছিলেন। সোমবার লালুর পরিবারের ৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। অভিযোগ, লালু যখন রেলমন্ত্রী ছিলেন, সেই সময় জমির বিনিময়ে বিহারের নিবাসী বহু যুবককে চাকরি দেন লালু প্রসাদ।
গত ১৮ মে জমির বিনিয়ময়ে চাকরির মামলাতে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লালুর স্ত্রী রাবরী দেবীকে টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। গত কয়েক মাসে ইডির জেরার মুখে পড়তে হয়েছে বিহারে উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, আরজেডি সাংসদ মিসা ভারতী, চান্দা যাদব, রাগিনী যাদবকে।
উল্লেখ্য জুলাই মাসে সিবিআই লালু যাদব, তার ছেলে এবং স্ত্রী-সহ ১৮ জনের বিরুদ্ধে এই মামলায় দ্বিতীয় চার্জশিট দাখিল করে। প্রথম চার্জশিট দাখিল হয়েছিল ১৮ মে, ২০২২। সেখানে নাম ছিল লালু, রাবরী, তাঁদের দুই কন্যা এবং এক অজ্ঞাত সরকারী কর্মচারী-সহ ১৫ জনের বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে, লালু রেলমন্ত্রী থাকাকালীন জমির বিনিময়ে চাকরি দেওয়ার দুর্নীতি চলেছে। যারা চাকরি পেয়েছেন তারা জমি উপহার দিয়েছেন যাদব পরিবারকে। আবার মনে করা হচ্ছে, কিছুক্ষেত্রে নামমাত্র দামে যাদব পরিবারকে জমি লিখে দিয়েছেন চাকরিপ্রার্থীরা।