লোকসভা ভোট মিটে যাওয়ার পরেও দেশজুড়ে ইডি (ED)-র তল্লাশি অভিযান জারি রয়েছে। ফের একবার বান্ডিল বান্ডিল নোট উদ্ধার করল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি, হায়দরাবাদ অপারেশন মোবিলাইজেশন গ্রুপ অফ চ্যারিটির অনিয়মের সাথে জড়িত পিএমএলএ, ২০০২-এর বিধানের অধীনে ২১ এবং ২২ জুনে হায়দরাবাদজুড়ে তল্লাশি চালায়।
জানা গিয়েছে, টানা দুদিন হায়দরাবাদের ১১টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিলেন ইডির আধিকারিকরা। এদিকে তল্লাশি অভিযানে বিভিন্ন আপত্তিকর নথি ও ডিজিটাল ডিভাইস উদ্ধার ও বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা। অন্যদিকে ইডি গত ২০ জুন দিল্লি এনসিআর, গুরুগ্রাম, মুম্বাই এবং নাগপুরের ৪০টি জায়গায় তল্লাশি চালায়।
পিএমএলএ, ২০০২-এর অধীনে এসিআইএল লিমিটেড, আমটেক অটো লিমিটেড, অরবিন্দ ধাম, অনুভব ধাম, গৌতম মালহোত্রা এবং অন্যান্যদের ক্ষেত্রে একটি ব্যাংক জালিয়াতির মামলায় অনুসন্ধান অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লাশি অভিযানের সময় বিভিন্ন আপত্তিকর নথি, নগদ ২.৫৩ কোটি টাকা এবং ১.১ কোটি টাকারও বেশি গয়না উদ্ধার করা হয়েছে।
ED, Hyderabad has conducted search operations at 11 locations in and around Hyderabad under the provisions of the PMLA, 2002 on 21.06.2024 & 22.06.2024 in connection with irregularities in Operation Mobilization group of charities.
— ED (@dir_ed) June 25, 2024
ED, Lucknow has filed a Prosecution Complaint (PC) against Late Vikas Dubey, a history sheeter gangster, his wife Richa Dubey and his five other gang members under the provisions of the PMLA, 2002 on 22.03.2024 before the Hon’ble Special Court PMLA, Lucknow.
— ED (@dir_ed) June 25, 2024