ED: ইডির অপারেশনে মন্ত্রি-সচিবের পরিচারিকার ঘর থেকে ‘টাকার পাহাড়’ উদ্ধার

Rajasthan,CM, Breaking News

ভোটের মুখে ইডির তল্লাশিতে উদ্ধার প্রচুর টাকা। সোমবার ইডির আধিকারিকা ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রচুর টাকার পাহাড় উদ্ধার করেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর , ইডির তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রায় ২৫ কোটি টাকা।

Advertisements

 

   

Advertisements

সূত্র মারফৎ জানা গিয়েছে, ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রে আগেই ইডির কাছে  খবর ছিল। সেই সূত্র ধরেই রাঁচিতে তল্লাশি অভিযান চালায় ইডি। রবিবার রাত থেকেই রাঁচির ছয় জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছিল। মঙ্গলবার সকালে মন্ত্রীর ব্যক্তিগত সচিবের পরিচারকের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়। সেই টাকা গোনার কাজ এখনও চলছে বলে জানা গিয়েছে।

ইডি সূত্রে খবর, ঝাড়খণ্ড গ্রামোন্নয়ন বিভাগে আর্থিক তছরুপের মামলার তদন্তেই এই বিপুল টাকা উদ্ধার হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেই ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন বিভাগের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র রামকে গ্রেফতার করে ইডি। একাধিক প্রকল্পের কাজে আর্থিক তছরুপ হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই টাকা গোনার একটি ভিডিও প্রকাশ করেছে ইডি।