২১ জুলাইয়ের আগে ইন্ডি জোট বিধায়ককে গ্রেফতার করল ইডি

রাত পোহালেই ২১ জুলাই। ইন্ডি জোটের অন্যতম প্রধান শরিক তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সমাবেশ। তার ঠিক আগের দিন বড় ধাক্কা খেল ইন্ডি জোট। প্রভাবশালী কংগ্রেস…

রাত পোহালেই ২১ জুলাই। ইন্ডি জোটের অন্যতম প্রধান শরিক তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সমাবেশ। তার ঠিক আগের দিন বড় ধাক্কা খেল ইন্ডি জোট। প্রভাবশালী কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করল এনফোর্সমেন্ট (ED) ডিরেক্টরেট (ইডি)। বলে রাখা ভালো, ইন্ডি জোটের সবচেয়ে বড় শরিক হল কংগ্রেস।

সূত্রের খবর, শনিবার হরিয়ানার কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র পানওয়ারকে ‘অবৈধ’ খনি সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৫৫ বছর বয়সী বিধায়ককে হরিয়ানার গুরুগ্রাম থেকে এদিন ভোরে হেফাজতে নেওয়া হয়। সূত্রের খবর, তাঁকে আম্বালার বিশেষ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) আদালতে তোলা হয়েছে।

   

হরিয়ানার যমুনানগর এলাকায় ‘বড় আকারের অবৈধ খননের’ অভিযোগে জানুয়ারিতে কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র পানওয়ারের বাড়িতে অভিযান চালায় সিবিআই। এই মামলায় যমুনানগরের প্রাক্তন ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি) বিধায়ক দিলবাগ সিং এবং তাঁর অন্যতম সহযোগী কুলবিন্দর সিংকে আগেই গ্রেফতার করেছে পুলিশ।

বিমানে তরুণীকে অশ্লীল ভিডিও দেখানো-শরীর স্পর্শের চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় জিন্দাল কর্তা

চলতি বছর শেষের দিকে হরিয়ানায় বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে রাজ্যের বিরোধী দল কংগ্রেসের বিধায়ককে ইডি গ্রেফতার ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) নিষেধাজ্ঞা জারি করলেও হরিয়ানার যমুনানগর এবং আশেপাশের জেলাগুলিতে বোল্ডার, নুড়ি এবং বালি খননের অভিযোগ ওঠে। হরিয়ানা পুলিশ বেশ কয়েকটি মামলাও দায়ের করে। সেই সমস্ত এফআইআর থেকেই অর্থ পাচারের বিষয়টি উঠে আসে।

ক্ষতবিক্ষত বাংলাদেশ! সীমান্ত পেরিয়ে প্রাণভয়ে ভারতে ফিরছেন পড়ুয়ারা

রয়্যালটি এবং কর সংগ্রহ সহজ করতে এবং খনি অঞ্চলে কর ফাঁকি রোধে ২০২০ সালে হরিয়ানা সরকার অনলাইন পোর্টাল ‘ই-রাবণ’ চালু করে। সেই পোর্টালে অনিয়মের বিষয়টি নিয়ে তদন্ত করছে। সিবিআইয়ের হিসেব অনুযায়ী, গত কয়েক বছরে বেআইনি খননের জেরে প্রায় ৪০০-৫০০ কোটি টাকার তহবিল তৈরি হয়েছে।