বিরাট অভিযান ED-র, দুর্নীতিকাণ্ডে ফের গ্রেফতার শাসক দলের নেতা

দুর্নীতি মামলায় ফের একবার ইডি (ED)-র জালে বড় রাঘববোয়াল। জানা গিয়েছে, বাল্মীকি কর্পোরেশন কেলেঙ্কারি মামলায় কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা বি নগেন্দ্র গ্রেফতার করল…

ED বিরাট অভিযান ED-র, দুর্নীতিকাণ্ডে ফের গ্রেফতার শাসক দলের নেতা

দুর্নীতি মামলায় ফের একবার ইডি (ED)-র জালে বড় রাঘববোয়াল। জানা গিয়েছে, বাল্মীকি কর্পোরেশন কেলেঙ্কারি মামলায় কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা বি নগেন্দ্র গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

বাল্মীকি বিকাশ নিগমে তহবিল তছরুপের অভিযোগে বুধবার কর্নাটকের প্রাক্তন মন্ত্রী বি নগেন্দ্র এবং বিধায়ক বাসনাগৌড়া দাদ্দালের একাধিক জায়গায় ম্যারাথন তল্লাশি চালান ইডির আধিকারিকরা। ৬ জুন নগেন্দ্র জানান, কর্ণাটক মহর্ষি বাল্মীকি তফসিলি উপজাতি উন্নয়ন নিগম লিমিটেড থেকে বেআইনি অর্থ স্থানান্তরের অভিযোগ তদন্তাধীন হওয়ায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।
কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে তদন্তের পরে তিনি যে নির্দোষ তা প্রমাণিত হবে।

   

এর আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শোভা করন্দলাজে অভিযোগ করেন, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বাল্মীকি বিকাশ নিগম কেলেঙ্কারিতে জড়িত। তিনি বলেন, “আমি ৩ জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলাম। সিবিআই তদন্ত চলাকালীন কর্ণাটক সরকার এই কেলেঙ্কারিকে আড়াল করতে সিট গঠন করে। এখন সিট সিবিআইকে সাহায্য করছে না, কিন্তু তদন্ত চলছে এবং ইডি অভিযান চালিয়েছে। হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং বেল্লারির একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী এর সঙ্গে জড়িত, তাই আমরা সিদ্দারামাইয়ার পদত্যাগ দাবি করছি। তার পদত্যাগ করে তদন্তের মুখোমুখি হওয়া উচিত, তবেই ন্যায়বিচার পাওয়া যাবে। “

তিনি বলেন, সিদ্দারামাইয়া অর্থমন্ত্রী। তাঁর নির্দেশ ছাড়া কেউ ১৮৭ কোটি টাকা ব্যাঙ্ক থেকে সংস্থায় হস্তান্তর করার সাহস পেত না। ” বাল্মীকি বিকাশ নিগম মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান প্রসঙ্গে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী বলেন, ইডির অভিযানের কোনও প্রয়োজন নেই।