ছ’ রাজ্যে বাড়ল এসআইআরের সময়সীমা সময়, বদল নয় বাংলায়

EC voter list hearing rules eligibility

১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া। তার মধ্যেই সাত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আবারও সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। তবে সেই তালিকায় নেই পশ্চিমবঙ্গ—অর্থাৎ এ রাজ্যে SIR-এর কাজ শেষ করার নির্ধারিত সময়সীমা অপরিবর্তিত থাকছে।

কারা পেল বাড়তি সময়?
আগেই কেরলকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এবার বাড়তি সময় পাচ্ছে তামিলনাড়ু, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, আন্দামান-নিকোবর এবং উত্তরপ্রদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি সময় দেওয়া হয়েছে উত্তরপ্রদেশকে—২৬ ডিসেম্বর পর্যন্ত।
তামিলনাড়ু ও গুজরাতকে ১৪ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন শেষ করতে হবে এবং খসড়া তালিকা প্রকাশ ১৯ ডিসেম্বর।
মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, আন্দামান-নিকোবরকে ১৮ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে হবে, খসড়া প্রকাশ ২৩ ডিসেম্বর।
কেরলের ক্ষেত্রে আগেই সময়সীমা ১৮ ডিসেম্বর করা হয়েছে।

   

বাংলায় সময় বাড়াল না কমিশন কেন?
পশ্চিমবঙ্গের নির্বাচনী দফতর সূত্রের খবর, এ রাজ্যে SIR-এর কাজ প্রায় শেষ পর্যায়ে।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারেই কাজ চলছে এবং অতিরিক্ত সময়ের প্রয়োজন নেই—এমনটাই জানানো হয়েছে।
তার সঙ্গে সামনেই বিধানসভা নির্বাচন, ফলে কমিশনও চায় নির্ধারিত সময়েই তালিকা প্রস্তুত হোক।

অন্য রাজ্যগুলির সমস্যা
যে সাত রাজ্য বাড়তি সময় পেল তাদের প্রত্যেকেরই আলাদা কারণ রয়েছে—

উত্তরপ্রদেশ: বড় রাজ্য, ভোটারের সংখ্যা বিশাল—BLO–দের ওপর চাপ বেশি।

কেরল: পঞ্চায়েত নির্বাচন চলায় কাজ ধীরগতি ছিল।

তামিলনাড়ু: প্রাকৃতিক দুর্যোগে এনুমারেশনে বিলম্ব।

আন্দামান-নিকোবর: ডিজিটাইজ়েশনের কাজ এগোচ্ছিল ধীরে।

এই কারণেই অতিরিক্ত সময় চেয়ে কমিশনে আবেদন করেছিল সংশ্লিষ্ট রাজ্যগুলি এবং কমিশন তাদের দাবি মেনে সময় বাড়িয়েছে।

কমিশনের পর্যালোচনা বৈঠক
গত শুক্রবার ১২ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভারচুয়াল বৈঠকে কমিশন SIR-এর অগ্রগতি পর্যালোচনা করে।
সেই বৈঠকেই কমিশন জানায়, প্রয়োজন হলে রাজ্যগুলি অতিরিক্ত সময় চাইতে পারে এবং কমিশন বিষয়টি বিবেচনা করবে।

নতুন সময়সূচি কী বলছে

১১ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম আপলোড সম্পন্ন করতে হবে।

১২–১৫ ডিসেম্বর: খসড়া ভোটার তালিকা তৈরি।

১৬ ডিসেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ।

১৫ জানুয়ারি পর্যন্ত আপত্তি ও সংশোধনের আবেদন জানানো যাবে।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৭ ফেব্রুয়ারি, ২০২৬।

পশ্চিমবঙ্গ-সহ বাকি পাঁচ রাজ্য এই সময়সূচি মেনেই SIR প্রক্রিয়া চালাবে বলে জানিয়েছে কমিশন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন