গুয়াহাটি: অসমে আগামী বছরের বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা (Assam voter list) সংশোধনে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কমিশন ঘোষণা করেছে যে রাজ্যে স্পেশাল রিভিশন বা বিশেষ সংশোধন অভিযান চালানো হবে এবং এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি। কমিশন আরও জানিয়েছে, এই বিশেষ সংশোধন প্রক্রিয়ার জন্য ২০২৬ সালের ১ জানুয়ারি-কে যোগ্যতা নির্ধারণের তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে।
কমিশনের একাধিক আধিকারিকের মতে, এই বিশেষ রিভিশনটি সাধারণ বার্ষিক সারাংশ সংশোধন (SSR) এবং ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR)-এর মাঝামাঝি একটি পদ্ধতি। এক সিনিয়র আধিকারিক বলেন, “এটি SSR-এর একটি উন্নত সংস্করণ। বাড়ি বাড়ি গিয়ে নতুন ফর্ম পূরণের পরিবর্তে BLO-দের হাতে দেওয়া হবে প্রি-ফিল্ড রেজিস্টার, যেখানে ভোটারদের আগের তথ্যই আগে থেকে অন্তর্ভুক্ত থাকবে।”
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে X-এ লিখেছেন, “এই বিশেষ সংশোধনী প্রক্রিয়া আরও স্বচ্ছ, সঠিক ও হালনাগাদ ভোটার তালিকা তৈরিতে সাহায্য করবে। অসম সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে।”
২২ নভেম্বর–২০ ডিসেম্বর ২০২৫: বাড়ি বাড়ি যাচাই
২৭ ডিসেম্বর ২০২৫: খসড়া ভোটার তালিকা প্রকাশ
১০ ফেব্রুয়ারি ২০২৬: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
বুথ–লেভেল অফিসারদের হাতে থাকবে একটি প্রি-ফিল্ড BLO রেজিস্টার, যেখানে সংশ্লিষ্ট বুথের বিদ্যমান ভোটারদের নাম, বয়স, ছবিসহ সকল তথ্য আপলোড করা থাকবে। BLO-রা বাড়ি বাড়ি গিয়ে এই তথ্য যাচাই করবেন এবং প্রয়োজন হলে সংশোধনের আবেদন গ্রহণ করবেন। পরিবারকে মৌলিক ইউনিট হিসেবে ধরা হয়েছে অর্থাৎ বাড়ির প্রধান বা প্রাপ্তবয়স্ক যে কোনও সদস্য তথ্য যাচাই করবেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, D-Voter বা ‘ডাউটফুল ভোটার’ সংক্রান্ত কোনও তথ্য BLO রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হবে না। কারণ—ডি–ভোটারদের পরিচয় বা নাগরিকত্ব নিয়ে যাচাই BLO–দের করার কথা নয়। তবে তাদের নাম, বয়স, ছবি আগের মতোই খসড়া ভোটার তালিকায় থাকবে। এই তথ্য শুধুমাত্র ফরেনার্স ট্রাইবুনাল বা আদালতের নির্দেশে পরিবর্তন করা যাবে।
অসমে ডি–ভোটার এমন শ্রেণির ভোটার, যাদের বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে সন্দেহ রয়েছে এবং ভোটাধিকার স্থগিত থাকে। ডি–ভোটারদের ভোটার কার্ড দেওয়া হয় না।
সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, অসমে নাগরিকত্ব যাচাইয়ের বিশেষ প্রক্রিয়া চলছে এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই কাজ আলাদা নিয়মে পরিচালিত হয়। তাই জুনে ঘোষিত জাতীয় SIR-এর আওতায় অসম পড়েনি।
২০২৬ সালে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরালা ও পুদুচেরি–সহ একাধিক রাজ্যে ভোট হবে। তার আগে ছত্তিশগড়, গুজরাট, গোয়া–সহ একাধিক রাজ্যে SIR ঘোষণা করেছে EC। অসমেও ২০২৬ সালে ভোট, তাই ভোটার তালিকা সঠিক করা কমিশনের কাছে এখন অগ্রাধিকার।


