৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে দিল্লি-রাজস্থান

সপ্তাহের তৃতীয় কর্মব্যস্ত দিনে ভূমিকম্পে (Earthquake Today) কেঁপে উঠল দেশ। আজ বুধবার দুপুরে ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে উত্তর ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। জানা গিয়েছে, পাকিস্তানের…

myanmar earthquake tremors india

সপ্তাহের তৃতীয় কর্মব্যস্ত দিনে ভূমিকম্পে (Earthquake Today) কেঁপে উঠল দেশ। আজ বুধবার দুপুরে ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে উত্তর ভারত, পাকিস্তান ও আফগানিস্তান।

জানা গিয়েছে, পাকিস্তানের পেশোয়ার, ইসলামাবাদ এবং লাহোর এবং ভারতের নয়াদিল্লি, উত্তর প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীরে কম্পন অনুভব করেছেন। এই বিষয়ে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, পাকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এর পাশাপাশি ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে ৫.৮ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এই কম্পনের জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের সময় সিলিং ফ্যান, চেয়ার ও অন্যান্য বস্তু কিছুক্ষণের জন্য কাঁপছে। রাজস্থানের বিকানেরের এক ব্যক্তি মন্তব্য করেছেন, “দিল্লি এনসিআরে বড় কম্পন অনুভূত হয়েছে।’ হিমালয়ের নিকটবর্তী একটি সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থানের কারণে দিল্লি ভূমিকম্প প্রবণ। ভারত চারটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বিভক্ত, জোন ফাইভ সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চল। দিল্লি জোন ফোরের অন্তর্গত।

দু’সপ্তাহের মধ্যে দিল্লি ও তার সংলগ্ন এলাকায় এই নিয়ে দ্বিতীয়বার মৃদু কম্পন অনুভূত হল। উল্লেখ্য, গত ২৯ আগস্ট আফগানিস্তানে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২৫৫ কিলোমিটার গভীরে।

 

Advertisements