সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য, আতঙ্কে মানুষ

এবার সাতসকালে ভূমিকম্পের (Earthquake) জেরে কেঁপে উঠল ভারতের মাটি। জানা গিয়েছে, আজ শুক্রবার হরিয়ানার মহেন্দ্রগড়ের মাটি কেঁপে উঠেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে,…

earthquake

এবার সাতসকালে ভূমিকম্পের (Earthquake) জেরে কেঁপে উঠল ভারতের মাটি। জানা গিয়েছে, আজ শুক্রবার হরিয়ানার মহেন্দ্রগড়ের মাটি কেঁপে উঠেছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, আজ সকাল ৯:১৬ মিনিট নাগাদ হরিয়ানার মহেন্দ্রগড়ে ৩.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিকে সাতসকালে এহেন ঘটনায় আতঙ্কিত মানুষ। অন্যদিকে এই ঘটনায় এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। 

   

নারনাউল-সহ আশপাশের গ্রামগুলিতেও এই কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নারনাউলের তিগরা গ্রামে, যেখানে ৯.১৬ মিনিট ৩৮ সেকেন্ডে কম্পন অনুভূত হয়েছিল। এই কম্পনের তীব্রতা ছিল ৩.০ মাত্রার। ভূমিকম্পের জেরে সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ বিরাজ করছিল, যার কারণে মানুষ তাদের বাড়িঘর ও দোকানপাট থেকে বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সরকারি কলেজ নারনাউলের আবহাওয়াবিদ ও ভূতত্ত্ববিদ ড. চন্দ্র মোহন জানান, কেন্দ্রটি ২৮.১২ অক্ষাংশ এবং ৭৬.২১ দ্রাঘিমাংশে নারনাউলের কাছে টিগরা গ্রাম হয়েছে। এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.০ এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে রয়েছে। তবে ভূমিকম্পে কেঁপে ওঠার পর ভূমিকম্পে চাঞ্চল্য ছড়ায়। 

দিল্লি-এনসিআরে ভূমিকম্পের মূল কারণ প্লেট টেকটোনিক্স প্রক্রিয়া। মহেন্দ্রগড়-দেরাদুন ফল্ট লাইনে, মহেন্দ্রগড় জেলার কিছু অংশ রেওয়ারি, ঝাজ্জর এবং রোহতক হয়ে পানিপথ এবং তারপরে উত্তরাখণ্ডের দেরাদুন পর্যন্ত যায়। দিল্লি এনসিআরে পাঁচটি ফল্ট লাইন রয়েছে। এর মধ্যে রয়েছে মহেন্দ্রগড়-দেরাদুন, দিল্লি-মোরাদাবাদ, দিল্লি-সারগোধা রিজ এবং দিল্লি-হরিদ্বার রিজ। এই ফল্ট লাইনগুলিতেই মাটির ভিতরের প্লেটটি একে অপরের সাথে সংঘর্ষ করে এবং আলোড়ন সৃষ্টি করে।