Earthaquake: শেষ রাতে হঠাৎ দুলতে লাগল আন্দামান

ভোর রাতে ভূমিকম্প। ফের দুলে উঠেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তখন শেষ রাত। ঘড়ি বলছিল ২ বেজে ২৯ মিনিট। ঘুমের ঘোরে থাকা আন্দামানবাসী (Andaman) অল্প কম্পন…

earthquake

ভোর রাতে ভূমিকম্প। ফের দুলে উঠেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তখন শেষ রাত। ঘড়ি বলছিল ২ বেজে ২৯ মিনিট। ঘুমের ঘোরে থাকা আন্দামানবাসী (Andaman) অল্প কম্পন (earthquake)  টের পেলেন অথবা কেউ পাননি।

Advertisements

ANI জানাচ্ছে, রাত আড়াইটের সময় মৃদু কম্পন হয় আন্দামানের মাটিতে।

Advertisements

NCS (National Center for Seismology) জানাচ্ছে আন্দামানে কম্পনের তীব্রতা ছিল ৪.৩ মাত্রার। রাজধানী পোর্ট ব্লেয়ারে কম্পন অনুভব হয়েছে।

আন্দামানে মৃদু কম্পন হলেও স্থানীয়রা ভীত। কারণ গত দুদিন ধরে বরবার সংবাদে এসেছে নেপালে ভূমিকম্প। সেই কম্পনের ধাক্কায় উত্তরাধিকার ও উত্তরপ্রদেশের বিস্তির্ণ এলাকায় কম্পন হয়েছে। আর রাতেই বঙ্গোপসাগরের দ্বীপের মাটি কাঁপল।

ভূমিকম্প পরিসংখ্যান বলছে, হিমালয় সংলগ্ন দুই দেশের এলাকা গত কয়েক বছর ধরে বারবার ভূমিকম্পে কাঁপছে। তেমনই বঙ্গোপসাগরের তলদেশও কাঁপছে। গত দশ বছরে কমপক্ষে ৭০০টি ভূমিকম্প নথিভুক্ত হয়েছে হিমালয় সংলগ্ন উত্তরাখণ্ডে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও ভূমিকম্প বারবার অনুভব করা যায়।