২০২৪-এর লোকসভা ভোটের (Loksabha Election 224) আগে বড় দাবি করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সোমবার তেলেঙ্গানার জাগতিয়ালে এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। এসময় তিনি বিরোধী জোট ইন্ডিকে নিশানা করেন।
তিনি জানালেন যে ইন্ডি জোটের প্রথম সমাবেশ মুম্বাইয়ে হয়েছিল এবং তারা তাদের ইশতেহার প্রকাশ করেছিল। তিনি বলেন, ‘বিরোধীদের লড়াই ক্ষমতার বিরুদ্ধে। আমার কাছে প্রতিটি কন্যাই এক ধরনের শক্তি এবং আমি আমার মা-বোনদের রক্ষার জন্য নিজের জীবন সমর্পণ করতে রাজি। জীবনের বাজি লাগিয়ে দেবো।’ তিনি বলেন, ‘একদিকে কিছু মানুষ আছে যারা ক্ষমতা ধ্বংসের কথা বলে, অন্যদিকে কিছু লোক আছে যারা ক্ষমতার পুজো করে। কে ক্ষমতাকে ধ্বংস করতে পারে, কে ক্ষমতার আশীর্বাদ পেতে পারে, তা নিয়ে লড়াই হবে ৪ জুন। ইন্ডি জোট তাদের ইশতেহারে বলেছে, তাদের লড়াই ক্ষমতার বিরুদ্ধে। আমার কাছে প্রত্যেক মা, মেয়ে, বোন প্রত্যেকেই ‘শক্তি’র রূপ। আমি তাদের পুজো করি। আমি বিরোধীদের চ্যালেঞ্জ গ্রহণ করছি। আমি তাদের জন্য আমার জীবন বাজি রাখব। ‘
এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘তেলেঙ্গানার প্রতিটি কোণে বিজেপির প্রতি সমর্থন বাড়ছে। ১৩ মে ভোটের দিন যত এগিয়ে আসছে, তেলেঙ্গানায় বিজেপির ঢেউ কংগ্রেস এবং বিআরএসকে ভাসিয়ে দেবে। তাই আজ গোটা দেশ বলছে, ৪ জুন ৪০০ পার হবে।’
#WATCH | Telangana: During his public address in Jagtial, PM Modi says, “The INDI alliance in their manifesto said that their fight is against ‘Shakti’. For me, every mother, daughter & sister is a form of ‘Shakti’. I worship them in the form of ‘Shakti’. I am the worshiper of… pic.twitter.com/ccVUoEVVNb
— ANI (@ANI) March 18, 2024