‘দুয়োরাণী’ পাঞ্জাব? বিশেষ বন্যাত্রাণ চেয়ে কেন্দ্রকে ফের আক্রমণ রাহুলের

নয়দিল্লি: বিগত কয়েক ধশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় (Flood) ত্রস্ত পাঞ্জাব। রাজ্যের তরফে প্রধানমন্ত্রীর কাছে ২০,০০০ কোটি টাকার ত্রাণ চাওয়া হলেও এখনও পর্যন্ত মাত্র ১৬০০…

নয়দিল্লি: বিগত কয়েক ধশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় (Flood) ত্রস্ত পাঞ্জাব। রাজ্যের তরফে প্রধানমন্ত্রীর কাছে ২০,০০০ কোটি টাকার ত্রাণ চাওয়া হলেও এখনও পর্যন্ত মাত্র ১৬০০ কোটি টাকার ত্রাণের কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এই নিয়ে ফের নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছে আর্জি জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।

এক্সে তিনি লেখেন, “ভয়াবহ বন্যায় লক্ষাধিক ঘরবাড়ি, চাষের জমি, গবাদি পশু ভেসে গিয়েছে। তা সত্ত্বেও এখনও পর্যন্ত ধৈর্য ধরে সাহসের সঙ্গে পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন পাঞ্জাবের মানুষ। আমার দৃঢ় বিশ্বাস তাঁরা খুব দ্রুত পাঞ্জাবকে পুরনো ছন্দে ফিরিয়ে আনবেন। কিন্তু প্রধানমন্ত্রীর কাছে আমার ফের আর্জি, অনুগ্রহ করে পাঞ্জাবের জন্য বিশেষ ত্রাণের ঘোষণা করুন”।

   

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর পাঞ্জাবের প্রায় ২০,০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির সমুদ্রে মাত্র ১৬০০ কোটি টাকা জলকণা মাত্র। এই সামান্য পরিমাণ ত্রাণ ঘোষণা করে বিরোধী শাসিত রাজ্যের সঙ্গে প্রবল অবিচার করছে কেন্দ্র সরকার বলে চিঠি দিয়েছিলেন রাহুল। পাঞ্জাবে বন্যা পরিস্থিতি সরেজমিনের পর ভয়ংকর ক্ষয়ক্ষতির কথা স্মরণ করিয়ে রাহুল বলেছিলেন, রাজ্যজুড়ে প্রায় ৪ লক্ষ হেক্টর চাষের জমি এবং ১০ লক্ষ গবাদি পশু শেষ হয়ে গেছে।

ভগবন্ত সিং মানের-এর কটাক্ষ

Advertisements

শুক্রবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, “রাজ্যেরই বিপর্যয় মোকাবিলার খাতে প্রায় ১২,০০০ কোটি টাকা জমা আছে। বন্যার মত পরিস্থিতিতে ব্যবহারের জন্যই রাজ্যসরকার ওই টাকা তুলে রেখেছিল”। কেন্দ্রের বিজেপি সরকারকে (Central Government) কটাক্ষ করে মান বলেন, “ওনারা কি পাঞ্জাবের সঙ্গে মজা করছেন? এই ১৬০০ কোটি টাকা নিয়ে আমরা কি করব?”

২০২৫-এ পাঞ্জাবে রেকর্ড বন্যা

হিমাচল প্রদেশ, কাশ্মীরে প্রবল বৃষ্টির জেরে শতদ্রু, বিয়াস এবং রবি নদীর উপচে পড়া জলের ফলে চলতি বছর বর্ষার মরশুমে পাঞ্জাবে ভয়াবহ বন্যা দেখা দেয়। গত সপ্তাহ পর্যন্ত রাজ্যজুড়ে পায় ৫৫ জনের প্রাণহানির খবর পাওয়া যায়। পাঞ্জাবের প্রায় ২০০০ গ্রাম এবং ৪ লক্ষ মানুষ চলতি বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান রাজস্বমন্ত্রী হরদীপ সিং মুন্ডিয়ান। সেইসঙ্গে প্রায় ১.৯৩ লক্ষ হেক্টর চাষের জমিও বর্ষার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুদাসপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গেলে ২০ হাজার কোটি টাকার বন্যাত্রাণ দাবি করেছিল পাঞ্জাব।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News