ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিপত্তি, সুড়ঙ্গ ধসে আটকে ৫ বাঙালি শ্রমিক

নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে আটকে ১০ জন শ্রমিক৷ এর মধ্যে ৫ জন বাঙালি বলে জানা গেছে৷ জম্মু-শ্রীনগর হাইওয়ের ওপর রামবানের জেলায় ঘটনাটি ঘটেছে। এখনও অবধি দুই…

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিপত্তি, সুড়ঙ্গ ধসে আটকে ৫ বাঙালি শ্রমিক

নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে আটকে ১০ জন শ্রমিক৷ এর মধ্যে ৫ জন বাঙালি বলে জানা গেছে৷ জম্মু-শ্রীনগর হাইওয়ের ওপর রামবানের জেলায় ঘটনাটি ঘটেছে। এখনও অবধি দুই জনকে উদ্ধার করা গেলেও আটকে বাকি আট৷

সূত্রে খবর, গতকাল রাতেই যখন কাজ চলছিল তখন সুড়ঙ্গের বেশ কিছুটা অংশ ধসে পড়ে। ঘটনায় চাপা পড়ে ১০ জন শ্রমিক। আটক শ্রমিকদের মধ্যে ৫ জন বাঙালি বলে জানা যাচ্ছে। এখনও অবধি বাকিদের সঙ্গে যোগাযোগ করে ওঠা সম্ভব হয়নি।

তবে উদ্ধার কাজ শুরু হয়েছে। জেসিবির মাধ্যমে শুরু হয়েছে সেই কাজ। কিন্তু পাথর সরাতে গিয়ে আরও মাটি ধসে যাওয়ায় আরও বেশী সমস্যা দেখা দিয়েছে। উদ্ধার হওয়া দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisements

ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন জেলা প্রশাসনিক আধিকারিক সহ পুলিশ কর্তারা৷ উপস্থিত হয়েছে কিউআরটি টিম। দ্রুত উদ্ধারকাজের চেষ্টা চলছে। জেলা উন্নয়ন কমিশনার জানান, জম্মুর সুড়ঙ্গ ধসে পড়ার জায়গায় ধ্বংসস্তূপের নীচে ৯ জন এখনও আটকে থাকা অবস্থায় একটি দেহ উদ্ধার করা হয়েছে। গতকাল আহত ৩ জনকে উদ্ধার করা হয়েছে। এনডিআরএফ, এসডিআরএফ, কিউআরটি এবং সেনাবাহিনী অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।