অগ্নিপথ নিয়ে ভুয়ো খবরের জেরে ফের ডিজিটাল কোপ কেন্দ্রের

ফের ডিজিটাল কোপ কেন্দ্রের। অগ্নিপথ প্রকল্পকে ঘিরে অশান্ত গোটা দেশ। জায়গায় জায়গায় জ্বলছে একাধিক সম্পত্তি। এরই মাঝে অগ্নিপথ প্রকল্প সম্পর্কে ভুয়ো খবর ছড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রক ৩৫ টি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিষিদ্ধ করেছে।

এক রিপোর্ট অনুযায়ী, সরকার নাগরিকদের পিআইবি ফ্যাক্ট চেক টিম নম্বর 8799711259 এ জাতীয় কোনও গোষ্ঠীকে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে। বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং বিক্ষোভ সংগঠিত করার জন্য ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

   

এর আগে, সামরিক বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী স্পষ্ট করে দিয়েছিলেন যে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে এবং রোলব্যাকের কোনও প্রশ্নই নেই। সামরিক বাহিনীর জন্য সদ্য চালু হওয়া অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ ও আন্দোলনের মধ্যে এই ব্যাখ্যা। তিনি আরও জানান যে সমস্ত নিয়োগ কেবল অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে হবে।

তিনি আরও বলেছেন যে অগ্নিবীররা সিয়াচেন এবং অন্যান্য অঞ্চলে একই ভাতা পাবেন যা বর্তমানে কর্মরত নিয়মিত সেনাদের জন্য প্রযোজ্য। “পরিষেবার শর্তাবলীতে তাদের বিরুদ্ধে কোনও বৈষম্য নেই।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন