জল থৈ থৈ বিধানসভা, তড়িঘড়ি সরানো হল মুখ্যমন্ত্রীকে

ভারী বৃষ্টিতে নাজেহাল অবস্থা দেশবাসীর। পাহাড় থেকে সমতল, এমন কোনো জায়গা বাকি নেই যেখানে বৃষ্টি হচ্ছে না দিল্লি, মুম্বাই থেকে শুরু করে কেরালা, হিমাচল পেদেশ,…

ভারী বৃষ্টিতে নাজেহাল অবস্থা দেশবাসীর। পাহাড় থেকে সমতল, এমন কোনো জায়গা বাকি নেই যেখানে বৃষ্টি হচ্ছে না দিল্লি, মুম্বাই থেকে শুরু করে কেরালা, হিমাচল পেদেশ, উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলি ভারী বৃষ্টিতে ভাসছে। বাদ গেল না উত্তরপ্রদেশও। কিন্তু এবার উত্তরপ্রদেশের বিধানসভা রীতিমতো জলের তলায় চলে গিয়েছে। ফলে তড়িঘড়ি অন্য রাস্তা দিয়ে বের করা হল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। 

 

   

বুধবার প্রচণ্ড গরমের মধ্যে লখনউতে মুষলধারে বৃষ্টি শুরু হয় । এই ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়েছে বিধানসভাতেও। কারণ লখনউ বিধানসভার নিচতলা বৃষ্টির জলে ভরে গিয়েছে। প্রবল বৃষ্টির জেরে বিধানসভার নিচতলায় জল জমে যাওয়ায় অন্য রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আজমগড়ের নিজামাবাদের সমাজবাদী পার্টির বিধায়ক আলম বদিকে বৃষ্টির জেরে জল জমে যাওয়ায় স্কুটারে করে বাড়ি ফিরতে হয়।

 

  আগামী ৭ দিন রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ ও ভারী বৃষ্টিপাতের বিষয়েও সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। লখনউয়ের নাগরিকদের সতর্ক করা হয়েছে এবং অযথা বাড়ি থেকে না যাওয়ার আবেদন করা হয়েছে । অনিরাপদ ভবন, গাছপালার সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

 

বর্তমানে রাজ্যে চলছে উত্তরপ্রদেশ বিধানসভার অধিবেশন। মঙ্গলবার রাজ্য সরকার সংসদে ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম পরিপূরক বাজেট পেশ করেছে। বাজেটের আকার ১২,৯০৯ কোটি টাকা। এ ছাড়া পেপার ফাঁস মামলা ও লাভ জিহাদ নিয়ে সরকার কঠোর অবস্থান নিয়ে নতুন আইন প্রণয়ন করেছে, যার অনুমোদনও দেওয়া হয়েছে। এবার বিধানসভা অধিবেশনের তৃতীয় দিনে মুষলধারে বৃষ্টিতে বিপর্যয় আরও বাড়ল। বিধানসভার নিচতলায় পৌঁছে গিয়েছে বৃষ্টির জল।