মুম্বই: ফের একবার সরকার স্কুল বন্ধ (School Closed) করে দেওয়ার সিদ্ধান্ত নিল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার জেরে সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
আসলে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বহু রাজ্য। দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে পাহাড় থেকে শুরু করে সমতলে। এদিকে এই বৃষ্টির হাত থেকে রেহাই পায়নি মহারাষ্ট্রের অন্যতম বড় শহর নাগপুর। ভারী বৃষ্টির জন্য ইতিমধ্যে এখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে সরকার। যদিও ভারী বৃষ্টির জন্য আচমকা শহরের একের পর এক স্কুলের ঝাঁপ বন্ধ করে দেওয়া হল। আর এই বিষয়ে বড় তথ্য দিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ টুইট করেছেন, “নাগপুর শহর ও জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমি বিভাগীয় কমিশনার, কালেক্টর এবং স্থানীয় প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি এবং কালেক্টর নিজেই শহর পরিদর্শন করছেন। স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কিছু এলাকায় রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। নাগরিকদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী নাগপুর ডিভিশনেও গড়চিরোলির কিছু অংশের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিভাগীয় কমিশনার সমস্ত জেলা কালেক্টরদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। তাদের সমস্ত সিস্টেমকে অ্যালার্ট মোডে রাখতে বলা হয়েছে।”
যদিও শহরের স্কুলগুলি কবে খুলবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
नागपूर शहर आणि जिल्ह्यात मुसळधार पावसामु
ळे जनजीवन विस्कळित झाले आहे. मी विभागीय आयुक्त, जिल्हाधिकारी आणि स्थानिक प्रशासनाशी सातत्याने संपर्कात असून स्वतः जिल्हाधिकारी शहराचा दौरा करीत आहेत. शाळांना सुटी देण्यात आली असून ज्या सखल भागात पाणी शिरले तेथील नागरिकांना सुरक्षित ठिकाणी…
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) July 20, 2024

