আগামীকাল বন্ধ থাকবে স্কুল, ঘোষণা করে দিল সরকার

বড় ঘোষণা করে দিল রাজ্য সরকার। আগামীকাল বৃহস্পতিবার বন্ধ থাকবে স্কুল (School Closed)। হ্যাঁ ঠিকই শুনেছেন। আপনিও যদি আপনার সন্তানকে আগামীকাল স্কুলে পাঠানোর পরিকল্পনা করে থাকলে চোখ রাখুন লেখাটির ওপর।

Advertisements

আসলে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মণিপুর। এই রাজ্যে বন্যার মতো পরিস্থিতির কারণে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে জারি করা নির্দেশিকা অনুসারে, মণিপুরের সমস্ত স্কুল বৃহস্পতিবার ৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে এবং বুধবার সরকারি অফিস বন্ধ থাকবে। সমস্ত শিক্ষার্থী এবং অভিভাবকদের সর্বশেষ আপডেটের জন্য স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

আধিকারিকদের মতে, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মণিপুরের ইম্ফল পশ্চিম এবং ইম্ফল পূর্ব জেলার বেশ কয়েকটি জায়গায় বন্যা দেখা দিয়েছে। এখানে দুটি প্রধান নদীর বাঁধ ভেঙে গিয়েছে। ইম্ফল নদী পশ্চিম ইম্ফলের সিংজামেই ওইনাম থিংগেল এবং কোংবা ইরং এবং ইম্ফল পূর্বের কেইরাওয়ের কিছু অংশে কংবা নদীর বাঁধ ভেঙে দিয়েছে।

Advertisements

ইরিল নদী ইম্ফল পূর্বের সাওমবাং এবং খেতেগাওয়ের কিছু অংশেও উপচে পড়ে। এক সরকারি আধিকারিক বলেন, ‘নদীর বিপুল পরিমাণ জল আবাসিক এলাকায় প্রবেশ করেছে। ভারত-মিয়ানমার সড়কের তিন কিলোমিটারেরও বেশি এলাকা বন্যার জলে রীতিমতো তলিয়ে গেছে। আর এর মাশুল গুনতে হচ্ছে এক হাজারেরও বেশি মানুষকে, স্বাভাবিক জনজীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

দুর্গতদের খোঁজে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চলছে বলেও জানান সরকারি আধিকারিক। এদিকে, মঙ্গলবার বিকেলে সেনাপতি নদীতে পড়ে যাওয়া ২৫ বছর বয়সী এক যুবকের দেহ স্থানীয়দের সহায়তায় ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির একটি দল উদ্ধার করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। গত কয়েকদিন ধরে উত্তর-পূর্বের রাজ্যটির বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে।