টানা ১৩ জুলাই অবধি বন্ধ থাকবে স্কুল, ঘোষণা সরকারের

ফের একবার স্কুল বন্ধ (School Closed) করে দেওয়ার ঘোষণা করল সরকার। গ্রীষ্মের তাপদাহের জেরে কিছুদিন আগে অবধি স্কুল খুলেও আবার বন্ধ করে দেওয়া হয়। মূলত…

ফের একবার স্কুল বন্ধ (School Closed) করে দেওয়ার ঘোষণা করল সরকার। গ্রীষ্মের তাপদাহের জেরে কিছুদিন আগে অবধি স্কুল খুলেও আবার বন্ধ করে দেওয়া হয়। মূলত স্কুল পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয় বহু রাজ্যে। তবে এখন সকলের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দফায় দফায় ভারী বৃষ্টি।

ভারী বৃষ্টির কারণে বাড়িঘর থেকে শুরু করে রাস্তাঘাটে কোথাও হাঁটু সমান তো আবার কোথাও কোমর সমান জল হয়ে গিয়েছে। গ্রীষ্মের পর স্বস্তি হিসেবে যে বৃষ্টি এসেছিল, তা এখন উত্তরপ্রদেশের কাছে অভিশাপের সমান হয়ে দাঁড়িয়েছে যেন মনে হচ্ছে। টানা বৃষ্টির জেরে রাজ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাটে জল জমে গেছে এবং অনেক স্কুল-কলেজেও জল ঢুকে পড়েছে। বৃষ্টির কারণে ৮ তারিখ পর্যন্ত ছুটি বাড়িয়েছেন জেলাশাসক।

   

১১ জুলাই টানা চতুর্থ দিনের মতো স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। জেলাশাসক স্কুলের ছুটি অষ্টম শ্রেণি পর্যন্ত বাড়িয়েছে। এছাড়া শাহজাহানপুরে অষ্টম শ্রেণি পর্যন্ত কাউন্সিল স্কুল ১৩ জুলাই পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসক তাঁর নির্দেশে জানিয়েছেন, বন্যার কথা মাথায় রেখে ১১ থেকে ১৩ জুলাই পর্যন্ত কাউন্সিল স্কুলগুলিতে ছুটি থাকবে। প্রকৃতপক্ষে, শাহজাহানপুর জেলার গাররা ও খান্নাউট নদীতে বন্যার কারণে স্কুল এবং রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এ কারণে সাধারণ মানুষও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এমনকি বহু নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে। রামগঙ্গা ও বহগুল নদীর জলস্তর বাড়ছে। বর্তমানে রামগঙ্গা নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। কর্মকর্তারা ক্রমাগত নিচু অঞ্চল এবং ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলি পরিদর্শন করছেন।