ভয়াবহ বিপর্যয়ের কবলে সিকিম, ভারী বর্ষণে ভাঙছে বাড়ি-রাস্তা, মৃত্যু মিছিল

আবারও একবার প্রকৃতির প্রবল রোষের মুখে সিকিম (Sikkim)। টানা প্রবল বৃষ্টিতে উত্তর সিকিম বিপর্যস্ত হয়ে পরেছে। ঘটনায় মৃত্যু হল ৩ জনের। জায়গায় জায়গায় ধস নামায়…

আবারও একবার প্রকৃতির প্রবল রোষের মুখে সিকিম (Sikkim)। টানা প্রবল বৃষ্টিতে উত্তর সিকিম বিপর্যস্ত হয়ে পরেছে। ঘটনায় মৃত্যু হল ৩ জনের। জায়গায় জায়গায় ধস নামায় রাস্তা বন্ধ, বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা।

   

প্রবল বৃষ্টি, ভেঙে গিয়েছে বহু ঘর বাড়ি। নিখোঁজ বহু মানুষ। এখনও পর্যন্ত যা খবর তাতে ৫ জন নিখোঁজ। যদিও আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টানা বৃষ্টি চলছে। ফুঁসছে তিস্তা নদী। বিপদসীমার ওপর দিয়ে বইছে বহু নদী। ভেঙে গিয়েছে বহু রাস্তাঘাট। প্রাণ বাঁচাতে ছুটছেন মানুষ। নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তিস্তাপারের বাসিন্দাদের। মানগানে মৃত্যু হয়েছে ১ জনের।

টানা বৃষ্টিতে উত্তর সিকিমের মানগান এলাকা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার আশেপাশে জায়গায় ব্যাপক ভূমিধস, প্রাণহানি হচ্ছে। মাথার ওপর ছাদ হারিয়ে সর্বশান্ত পরিবারগুলি। টানা বর্ষণে তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় তিস্তা বাজারের কাছে বসবাসকারী পরিবারগুলোর জীবন ও সম্পদের জন্য হুমকির মুখে পড়েছে।

এদিকে সিংটাম ও মেল্লির নিচু অঞ্চলগুলি নদী উপচে পড়ার সাথে ক্ষতিগ্রস্থ হয়েছে এবং মেল্লি গ্রাউন্ড পুরোপুরি ডুবে গেছে বলে জানা গেছে। এখনও সিকিমে চরম সতর্কতা জারি করা হয়েছে।