
ভয়াবহ বৃষ্টি (Heavy Rainfall) ফের একবার প্রাণ কাড়ল বহু মানুষের। জানা গিয়েছে, টানা বৃষ্টি ও বজ্রপাতের কারণে অনেক স্থানে রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে, গাছপালাও উপড়ে পড়েছে। এদিকে, বুধবার বাচুপল্লী এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে একটি নির্মীয়মাণ অ্যাপার্টমেন্টের দেওয়াল ভেঙে পড়ে। এ ঘটনায় চার বছরের এক শিশুসহ সাতজনের মৃত্যু হয়। নিহতরা ওড়িশা ও ছত্তিশগড়ের পরিযায়ী শ্রমিক ছিলেন।
বাচুপল্লি পুলিশ জানিয়েছে, বুধবার ভোরে একটি এক্সক্যাভেটরের সাহায্যে ধ্বংসস্তূপের নিচ থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার থেকে হায়দরাবাদ ও তেলেঙ্গানার বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর জেরে কিছু অংশে স্বাভাবিক রীতিমতো জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
বৃহত্তর হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, ডিআরএফ দল মোতায়েন করা হয়েছে এবং শহরের বিভিন্ন জায়গায় জমা থাকা জল এবং পড়ে থাকা গাছ সরিয়ে ফেলা হয়েছে। প্রধান সচিব (পৌর প্রশাসন ও নগরোন্নয়ন) দানকিশোর জিএইচএমসি কমিশনার রোনাল্ড রোজকে সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন এবং ডিআরএফ দলগুলিকে সরেজমিনে নির্দেশ দেন।










