প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত শহরে মৃত্যু হল ৭ জনের, বন্ধ স্কুল

টানা ভারী বৃষ্টিতে রীতিমতো জলের তলায় চলে গিয়েছে দিল্লি (Delhi)। আগামী কয়েকদিনের জন্য শহরে লাল সতর্কতা জারি করা হয়েছে দিল্লিতে। তবে অতি বৃষ্টির কারণে শহরে…

টানা ভারী বৃষ্টিতে রীতিমতো জলের তলায় চলে গিয়েছে দিল্লি (Delhi)। আগামী কয়েকদিনের জন্য শহরে লাল সতর্কতা জারি করা হয়েছে দিল্লিতে। তবে অতি বৃষ্টির কারণে শহরে বড় ঘটনা ঘটে গেল। মৃত্যু হল সাত জনের। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

বুধবার সন্ধ্যায় দিল্লি-এনসিআরে ভারী বৃষ্টিপাত (Heavy Rainfall) হয়, যে কারণ শহরের বেশিরভাগ অংশ জলমগ্ন হয়ে পড়ে এবং ট্র্যাফিক চলাচল মারাত্মকভাবে প্রভাবিত হয়। ট্র্যাফিকের মাত্রা এতটাই ছিল যে অনেকের সারা রাত রাস্তাতেই কেটেছে। যাইহোক, এবার এই বৃষ্টির দাপটে দিল্লিতে দু’জন, গুরুগ্রামে তিনজন এবং গ্রেটার নয়ডায় দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর।

   

দিল্লিতে জলমগ্ন নর্দমায় পা পিছলে জলে ডুবে মৃত্যু হয়েছে এক মহিলা ও তাঁর সন্তানের। গুরুগ্রামে প্রবল বৃষ্টির জেরে হাইটেনশন তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিনজনের। গ্রেটার নয়ডায় দাদরি এলাকায় দেওয়াল ধসে দু’জনের মৃত্যু হয়েছে।

মুষলধারে বৃষ্টির কারণে দিল্লি বিমানবন্দরে অবতরণের জন্য ১০টি বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়। এর মধ্যে আটটি বিমানকে জয়পুরে এবং দুটি লখনউতে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। ইন্ডিগোর সর্বশেষ আপডেট অনুযায়ী, বিমান চলাচল ব্যাহত রয়েছে। এর পাশাপাশি ভারী বৃষ্টির কারণে আজ বৃহস্পতিবার ১ আগস্ট দিল্লির সব স্কুল বন্ধ থাকবে বলে ঘোষণা করেছেন দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী। তিনি ঘোষণা করেছেন যে টানা বৃষ্টিপাতের কারণে বৃহস্পতিবার জাতীয় রাজধানীর স্কুলগুলি বন্ধ থাকবে।

এদিকে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) বৃষ্টিপাতের জন্য রেড অ্যালার্ট জারি করেছে। দিল্লির সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আগামী ৫ অগাস্ট পর্যন্ত দিল্লিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত চলবে।