হিট স্ট্রোকের জেরে হাহাকার রাজ্য, গত ২৪ ঘণ্টায় মৃত ৫৯ জন

দেশের কিছু অংশে বর্ষার প্রবেশ ঘটলেও কিছু জায়গায় রীতিমতো আগুন ঝরাচ্ছে প্রকৃতি। বহু রাজ্য, শহরের পারদ ৫০-৫১ ডিগ্রি অবধি ছাড়িয়ে গিয়েছে। এদিকে এই গরম সহ্য করতে না পেরে অনেকেরই মৃত্যু হচ্ছে। তবে এবার হিট স্ট্রোকের (Heat Stroke) নিরিখে রীতিমতো রেকর্ড গড়ল বিহার রাজ্য। সেখানে গত ঘণ্টায় মৃত্যু হল ৫৯ জনের। হ্যাঁ ঠিকই শুনেছেন।

বিহারে প্রচণ্ড গরমের জেরে রাজ্য মানুষের হাহাকার চোখে দেখা যাচ্ছে না রীতিমতো। মানুষের মৃত্যুর ঘটনা সামনে আসতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় বিহারের বিভিন্ন জেলায় মৃত্যু হয়েছে ৫৯ জনের। তবে মৃত্যুর কারণ খতিয়ে দেখছে জেলা প্রশাসন। তবে আশঙ্কা করা হচ্ছে, এসব মৃত্যুর সবগুলোই হিট স্ট্রোকের কারণে ঘটেছে। এর মধ্যে পাটনায় ১১ জন, ঔরঙ্গাবাদে ১৫ জন, রোহতাসে ৮ জন, ভোজপুরে ১০ জন, কাইমুর ৫ জন, গয়ায় ৪ জন, মুজফফরপুরে ২ জন, বেগুসরাই, বারবিঘা, জামুই ও সরনে ১ জন করে মারা গেছেন। তবে কীভাবে এসব মানুষের মৃত্যু হয়েছে সে তথ্য সংগ্রহ করছে দুর্যোগ ব্যবস্থাপনা।

   

ঘটনায় শোকপ্রকাশ করেছেন তেজস্বী যাদব। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বিহারে প্রচণ্ড গরম ও তাপপ্রবাহে ৫৫ জনেরও বেশি মানুষের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের মধ্যে শিক্ষার্থী, শিক্ষক, সাধারণ মানুষ ও ভোটকর্মী রয়েছেন। আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি তাঁদের উদ্দেশ্যে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন বিদেহীদের আত্মার শান্তি দেন।”

তবে স্বস্তির বিষয় বিহারের একাধিক জেলায় আবহাওয়া বদলাতে শুরু করেছে। বৃষ্টি ও বজ্রপাতের জন্য অনেক জেলায় সতর্কতা জারি করা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন