বিভীষিকাময় ‘রেমাল’! প্রাণ গেল ১৬ জনের, আহত বহু

ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কবলে উত্তর-পূর্ব ভারত। রীতিমতো সেখানকার রাজ্যগুলিতে প্রকৃতির তাণ্ডব রূপ চলছে। বাংলা, বাংলাদেশের পর এবার ঘূর্ণিঝড় ‘রেমাল’ (Cyclone Remal)-এর তাণ্ডবে বিপর্যস্ত উত্তর-পূর্বাঞ্চল। বহু…

short-samachar

ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কবলে উত্তর-পূর্ব ভারত। রীতিমতো সেখানকার রাজ্যগুলিতে প্রকৃতির তাণ্ডব রূপ চলছে। বাংলা, বাংলাদেশের পর এবার ঘূর্ণিঝড় ‘রেমাল’ (Cyclone Remal)-এর তাণ্ডবে বিপর্যস্ত উত্তর-পূর্বাঞ্চল। বহু মানুষের মৃত্যু ঘটেছে সেখানে।

   

মণিপুর, মিজোরাম, আসাম, মেঘালয়ের একাধিক একাধিক জায়গায় ভূমিধস নেমেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। সড়ক যোগাযোগ ব্যবস্থা দিনে দিনে খারাপ পরিস্থিতির দিকে এগোচ্ছেই। অন্যদিকে গুয়াহাটি-সহ নিম্ন আসাম বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বিপর্যস্ত। এদিকে মিজোরামে অবিরাম বৃষ্টিপাতের কারণে মঙ্গলবার সকাল ৬ টায় আইজলে একটি পাথর খাদান ধসে পড়ে। এর মধ্যে ১৩ জন নিহত ও ১৬ জন নিখোঁজ রয়েছেন।

Image

মিজোরামের ডিজিপি অনিল শুক্লা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, এখনও পর্যন্ত ১০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সাতজন স্থানীয় বাসিন্দা এবং তিনজন ভিন রাজ্যের বাসিন্দা। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে, কিন্তু ভারী বৃষ্টির কারণে সমস্যায় পড়তে হচ্ছে।

এছাড়া উত্তর-পূর্ব আসামের অনেক জেলায় আজ প্রবল হাওয়া সহ ভারী বৃষ্টি হয়েছে। মরিগাঁও জেলায় অটোরিকশার ওপর গাছ পড়ে মৃত্যু হয়েছে এক কলেজ ছাত্রের। এতে চারজন আহত হন। শোণিতপুর জেলায় একটি স্কুল বাসের উপর গাছ পড়ে ১২ জন শিশু আহত হয়েছে।

টানা বৃষ্টির কারণে মিজোরামের সমস্ত স্কুল এবং সরকারী অফিস আজ বন্ধ রাখা হয়েছে। বেসরকারি সংস্থাগুলিকে তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার ব্যবস্থা করতে বলা হয়েছে। রাজ্যের আরও অনেক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আইজলের সালেম ভেংয়ে ভূমিধসের পরে একটি ভবন জলে ভেসে যাওয়ার পরে তিনজন নিখোঁজ রয়েছেন।

পুলিশ জানিয়েছে, হান্থারে ৬ নম্বর জাতীয় সড়কে ভূমিধসের জেরে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আইজল। রাজ্যের অভ্যন্তরে বহু রাজ্য সড়কও বন্ধ রয়েছে। টানা বর্ষণের কারণে নদ-নদীর জলের স্তরও বাড়ছে। নদী তীরবর্তী এলাকার বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।