ফের কেদারনাথে বড় দুর্ঘটনা, বহু তীর্থযাত্রীর মৃত্যু, ঘটনাস্থলে SDRF

ফের বড়সড় দুর্ঘটনা ঘটে গেল কেদারনাথে (Kedarnath)। মৃত্যু হল বহু মানুষের, এছাড়া আহত হলেন আরও অনেকে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ রবিবার…

ফের বড়সড় দুর্ঘটনা ঘটে গেল কেদারনাথে (Kedarnath)। মৃত্যু হল বহু মানুষের, এছাড়া আহত হলেন আরও অনেকে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ রবিবার সকালে কেদারনাথ যাত্রার পথে চিদওয়াসায় ভূমিধসের জেরে দুর্ঘটনা ঘটে।

এসডিআরএফ জানিয়েছে, আজ সকালে কেদারনাথ যাত্রার পথে চিদওয়াসায় ভূমিধসের জেরে দুর্ঘটনা ঘটে। এসডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক উদ্ধারকার্য শুরু করে এবং ৮ জন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ৩ জন, যাঁদের দেহ এসডিআরএফ-এর তরফে জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ভক্তরা গৌরীকুণ্ড থেকে কেদারনাথ ধাম দর্শন করতে যাচ্ছিলেন বলে খবর।

   

ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “কেদারনাথ যাত্রার পথের কাছে পাহাড় থেকে পড়ে ধ্বংসাবশেষ এবং ভারী পাথর পড়ার কারণে কয়েকজন তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে, এ বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।”

শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও বেশ কিছু তীর্থযাত্রী পাহাড়ে আটকে রয়েছেন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই এনডিআরএফ ও এসডিআরএফের দল পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার অভিযানের সময় ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত একজনকে উদ্ধার করা হয়েছে। বাকি হতাহতদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। দুর্ঘটনায় নিহতরা কোথা থেকে এসেছেন, তার তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে, এনডিআরএফ দলগুলি ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে এবং ধ্বংসস্তূপে আটকে পড়া সমস্ত লোককে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে, এই ত্রাণ ও উদ্ধার কাজ যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে।