7th Pay Commission : এক ধাক্কায় ২ লক্ষ টাকা পেতে পারেন সরকারি কর্মীরা

এখনও বকেয়া রয়েছে ডিএ। সপ্তম পে কমিশনের (7th Pay Commission) দিকে তাকিয়ে রয়েছেন সরকারি কর্মচারীরা। মনে করা হচ্ছে শীঘ্রই তাঁদের কাছে আসবে সু-সংবাদ। Advertisements ১৮…

8th Pay Commission Salary Hike of Up to 186% Expected! Major Update Announced

এখনও বকেয়া রয়েছে ডিএ। সপ্তম পে কমিশনের (7th Pay Commission) দিকে তাকিয়ে রয়েছেন সরকারি কর্মচারীরা। মনে করা হচ্ছে শীঘ্রই তাঁদের কাছে আসবে সু-সংবাদ।

Advertisements

১৮ মাসের ডিএ (DA) বকেয়া। সপ্তম বেতন কমিশনে তথা অফিসিয়াল আপডেটের ব্যাপারে আগ্রহী কর্মীরা। বিভিন্ন রিপোর্টে অনুমান করা হয়েছে, খুব তাড়াতাড়ি লক্ষ্মী লাভ হতে পারে কেন্দ্রীয় সরকারের অধীনস্হ কর্মীদের। এক ধাক্কায় কেউ ২ লক্ষ টাকাও পেতে পারেন!

   

২০২১ সালের অক্টোবর থেকে কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘভাতা ও বার্ধক্য ভাতা ১৭ শতাংশ থেকে ৩১ শতাংশে বাড়ানোর কথা বলা হয়েছিল। তবে এখনও পর্যন্ত বকেয়া প্রাপকদের হাতে এসে পৌঁছয়নি। গণমাধ্যমে অনুমান করা হয়েছে যে কর্মচারীরা এখন একবারে বকেয়া পেতে চলেছে।

বেশ কয়েকটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বিষয়টি আলোচনায় বসতে চলেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সূত্র উদ্ধৃত করে জানানো হয়েছিল যে গ্রেড- ১ কর্মীদের ডিএ বকেয়া ১১ হাজার ৮৮০ টাকা থেকে ৩৭,৫৫৪ টাকা পর্যন্ত। যেখানে গ্রেড-১৩ (সপ্তম সিপিসি বেসিক পে স্কেল ১ লক্ষ ২৩ হাজার ১০০ টাকা থেকে ২লক্ষ ১৫ হাজার ৯০০ টাকা) কিংবা গ্রেড-১৪ (পে স্কেল) এর জন্য, একজন কর্মচারীর হাতে বকেয়া ডিএ ১ লক্ষ ৪৪ হাজার ২০০ টাকা থেকে ২ লক্ষ ১৮ হাজার ২০০ টাকা। যা সরকারের পক্ষ থেকে প্রদান করার কথা।

প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছিল, বকেয়া সংক্রান্ত বিষয়গুলো নিয়ে জাতীয় জেসিএম কাউন্সিল, ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং (ডিওপিটি) এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের মধ্যে এইমধ্যে এক প্রস্থ আলোচনা হয়েছে। কিন্তু চূড়ান্ত কিছু তখনও জানা যায়নি। আশা করা হচ্ছে, শিগগিরই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হবে। কেন্দ্রের এক বার্ষিক রিপোর্ট অনুযায়ী, দেশে মোট ৪৮ লক্ষ কেন্দ্রীয় কর্মী এবং প্রায় ৬০ লক্ষ পেনশনভোগী রয়েছেন।