পুলিশ একাডেমিতে রমরমিয়ে চলা মাদক কারবারের পর্দা ফাঁস

মহারাজা রঞ্জিত সিং পাঞ্জাব পুলিশ একাডেমিতে মাদক মামলার ঘটনায় নয়া মোড়। ফিল্লোরের পুলিশ একাডেমিতে চোরাচালানের অভিযোগে এক মহিলক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আটক…

মহারাজা রঞ্জিত সিং পাঞ্জাব পুলিশ একাডেমিতে মাদক মামলার ঘটনায় নয়া মোড়। ফিল্লোরের পুলিশ একাডেমিতে চোরাচালানের অভিযোগে এক মহিলক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আটক করা হয়েছে পাঁচ পুলিশকর্মীকে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গত সপ্তাহে পাঞ্জাব পুলিশ একাডেমিতে মাদক পাচারের বিষয়টি উদঘাটন করা হয়েছিল। এই মামলায় হেড কনস্টেবল শক্তি কুমার এবং একটি জলের বাহককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। দু’জনকেই মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে অন্যান্য পুলিশ সদস্যদের ভূমিকা প্রকাশ্যে আসে এবং পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের ডোপ টেস্ট করা হতে পারে।

   

 

Advertisements

মনে করা হচ্ছে, মাদক পাচার কাণ্ডে অ্যাকাডেমির অন্য কর্মীরাও রাডারে আসতে পারেন। গোটা চক্রের তদন্তে নেমেছে পুলিশ। তাদের সম্পর্কও খতিয়ে দেখা হচ্ছে।

পঞ্জাবের আম আদমি পার্টি সরকার মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। রাজ্যকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতিও দিয়েছে সরকার। একদিন আগে, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সাঙ্গরুরে মাদকের বিরুদ্ধে সবচেয়ে বড় সাইকেল মিছিল বের করেছিলেন। মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠানে বলেন, পাঞ্জাবকে ফের পঞ্জাব করতে মিছিল বের করা হচ্ছে। নেশার ঘোরে থাকা যুবক-যুবতীরা তাঁদের ভুল পথ থেকে বার করে দেবে। তারা তাদের চিকিৎসা করাবে এবং পরে তাদের চাকরি দেবে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News