রথযাত্রার আগে পুরীর জগন্নাথ মন্দিরের কাছে নিষিদ্ধ ড্রোন

Odisha Government Bans Sale of Meat and Liquor Near Shree Jagannath Temple in Puri"

২০ জুন জগন্নাথ দেবের রথ যাত্রা। তার আগেই পুরী মন্দিরের কাছে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি হকরল পুরী পুলিশ। এই নিষেধাজ্জা জারি থাকবে ১লা জুলাই পর্যন্ত। নিষেধাজ্ঞা না মানলে গুনতে হবে জরিমানা।

পুরী পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক জানান যে, “অনভিজ্ঞ লোকদের মাধ্যমে অনিয়ন্ত্রিত ড্রোন ব্যবহা্রে ভক্তদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। নিয়ম লঙ্ঘনের জন্য আমরা এর আগে কয়েকজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছি।“রথযাত্রার আগে পুরীর জগন্নাথ মন্দিরের কাছে নিষিদ্ধ ড্রোন

   

শ্রীমন্দির, শ্রী গুন্ডিজা মন্দির, দেবতা এবং ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে এ পরামর্শ জারি করা হয়েছে। ‘দ্য ড্রোণ রুলস ২০২১’ এর অধীনে শ্রী জগন্নাথ মন্দিরকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়। এর ফলে মন্দির চত্বরে কাউকে গ্যাজেট উড়তে দেওয়া হয় না। এছাড়াও বলা আছে যে কেউ কোন ইউআইএন ছাড়া ড্রোন ওড়াতে পারবেন না।

ওর্ডারে বলা হয়েছে যে কোন ক্ষয়-ক্ষতির দায় নিতে হবে ড্রোন অপারেটরকে। নির্দেশিকায় বলা হয়েছে যে রথযাত্রার সময় পুরী জেলা পুলিশ ড্রোন ব্যবহার করতে পারবেন গ্র্যান্ড রোডে ট্রাফিক নিয়ন্ত্রণ, ভিড় নিয়ন্ত্রণ করার জন্য।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন