নয়াদিল্লি: দিল্লি নির্বাচনের প্রাক্কালে যমুনা নদীর জল নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তাঁর দাবি, যমুনার জল এখন “বিষাক্ত” হয়ে উঠেছে এবং হরিয়ানা সরকার তা দূষিত করছে। কেজরিওয়ালেও আরও দাবি, দিল্লিতে যমুনার জল বর্তমানে ৭ পার্টস পার মিলিয়ন (PPM) অ্যামোনিয়ায় দূষিত, যা তার মতে “বিষ”। (Drink Yamuna water in public says Arvind Kejriwal)
যমুনার জলে বিষ Drink Yamuna water in public says Arvind Kejriwal
কেজরিওয়াল বলেন, “৭ PPM অ্যামোনিয়া মানে বিষ।” তিনি অভিযোগ করে বলেন, হরিয়ানা সরকার যমুনা নদীকে দূষিত করছে, যার কারণে দিল্লির বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। এমন দূষিত জল শোধনাগারে পৌঁছায়, তবে তা খুব বিপজ্জনক হতে পারে, বিশেষ করে যদি সেখানে ক্লোরিনেশন করা হয়।
এদিন, কেজরিওয়াল আরও বললেন, “অমিত শাহজি, রাহুল গান্ধী, রাজীব কুমারজি, সান্দীপ দীক্ষিতজি, আপনাদের বলতে চাই, আপনারা মিডিয়ার সামনে দাঁড়িয়ে ৭ PPM অ্যামোনিয়া যুক্ত জল পান করে দেখান৷ যদি বলেন কেজরিওয়াল মিথ্যা বলছেন, তবে প্রমাণ করুন।” কেজরিওয়াল আরও প্রশ্ন তুলেন, “যদি হরিয়ানার মাধ্যমে দূষিত জল দিল্লিতে আসে, তবে এর জন্য দায়ী কে?”
অ্যামোনিয়ার মাত্রা ৭ PPM Drink Yamuna water in public says Arvind Kejriwal
তিনি দাবি করেছেন, ২১ জানুয়ারির পর যমুনার জলের অ্যামোনিয়ার মাত্রা ৩ PPM থেকে বেড়ে ৭ PPM হয়ে গেছে। কেজরিওয়াল বলেন, এটি একটি ষড়যন্ত্র, যার উদ্দেশ্য দিল্লির জল শোধনাগারের কাজ ব্যাহত করা এবং আম আদমি পার্টির সরকারকে বিপদে ফেলা।
কেজরির মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন এবং দাবি করেছেন, কেজরিওয়ালকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কেজরিওয়ালের মন্তব্যকে “দেশকে অবমাননা” বলে উল্লেখ করেছেন৷ সেই সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি নিজে যমুনার জল পান করেন।
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। কেজরিকে ইতিমধ্যেই নিজের বক্তব্য প্রমাণ করার জন্য ডেডলাইন বেধে দিয়েছে নির্বাচন কমিশন। হরিয়ানা পুলিশও আপ সুপ্রিমোর বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছে৷
যমুনার জল পরিষ্কারের প্রতিশ্রুতি Drink Yamuna water in public says Arvind Kejriwal
উল্লেখ্য, ২০২০ সালে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে যমুনা নদীকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি আপ সরকার। সে কথা স্বীকার করে নিয়েছেন কেজরি নিজে। তিনি জানিয়েছেন, ২০২০ সালের ইস্তেহারে দেওয়া তিনটি প্রতিশ্রুতি আমরা পূরণ করতে পারিনি। এবারের ইস্তেহারে সেগুলি রাখা হয়েছে। সেই সময় কোভিড পরিস্থিতির জন্য কাজ করতে সমস্যা হয়েছিল৷ এরপর মিথ্যে মামলায় আমাকে জেলে পাঠানো হয়৷ তবে এবার ক্ষমতায় এলে সেই সব প্রতিশ্রুতি আমরা পূরণ করব।
Bharat: Yamuna water controversy heats up ahead of Delhi elections. Arvind Kejriwal challenges Rahul Gandhi and Amit Shah to drink ‘toxic’ Yamuna water. Claims Haryana government is polluting the river. Stay updated on the latest political developments.