যুদ্ধের প্রস্তুতিতে ভারতীয় সেনার জন্য নয়া প্যারাশুট DRDO র!

drdo-military-combat-parachute-india

নয়াদিল্লি: দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO আবারও দেখাল প্রযুক্তির দাপট। এবার তৈরি হয়েছে এমন এক আধুনিক মিলিটারি কমব্যাট প্যারাশুট সিস্টেম, যার সাহায্যে ভারতীয় সেনারা ৩০,০০০ ফুট উচ্চতা থেকেও নিরাপদে অবতরণ করতে পারবেন। এই প্যারাশুট কেবল যুদ্ধক্ষেত্রে নয়, দুর্যোগ মোকাবিলা ও বিশেষ অপারেশনেও ব্যবহার করা যাবে।

Advertisements

সূত্র অনুযায়ী, DRDO-র ‘Aerial Delivery Research and Development Establishment (ADRDE)’ এই উন্নত প্যারাশুটটি ডিজাইন করেছে। পরীক্ষামূলকভাবে ভারতীয় সেনা ও বায়ুসেনার যৌথ তত্ত্বাবধানে এর সফল ট্রায়াল সম্পন্ন হয়েছে। বলা হচ্ছে, এই প্যারাশুট ভারতীয় সেনার যুদ্ধ প্রস্তুতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

বিহারে মুখ্য মুখ নিতীশ, কেন্দ্রীয় বার্তা দিলেন অমিত শাহ

প্রযুক্তির নতুন দিগন্ত

এই প্যারাশুট সিস্টেমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি ‘High Altitude Low Opening’ (HALO) ও ‘High Altitude High Opening’ (HAHO) উভয় ধরনের অপারেশনের জন্য উপযোগী। অর্থাৎ, সেনারা শত্রু অঞ্চলের ৩০,০০০ ফুট উপরে বিমান থেকে লাফিয়ে নির্দিষ্ট এলাকায় অবতরণ করতে পারবেন, সম্পূর্ণ নির্ভুলতার সঙ্গে।

Advertisements

DRDO জানাচ্ছে, এতে ব্যবহৃত কাপড় এবং কন্ট্রোল সিস্টেম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। তাপমাত্রা -৫০° সেলসিয়াস থেকে ৫০° পর্যন্ত হলে কোনও ঝুঁকি ছাড়াই কাজ করবে এটি। সেনাদের জন্য যুক্ত হয়েছে উন্নত GPS ট্র্যাকার, নেভিগেশন কনসোল, এবং স্বয়ংক্রিয় উন্মোচন ব্যবস্থা।

আত্মনির্ভর ভারতের পথে এক বিশাল পদক্ষেপ

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এতদিন ভারতীয় বাহিনীকে বিদেশ থেকে এই ধরনের প্যারাশুট আমদানি করতে হত। এখন দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ায় একদিকে যেমন বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে, অন্যদিকে আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হল।

এক সেনা কর্মকর্তা বলেন, “আমাদের জওয়ানরা এখন আরও বেশি উচ্চতা থেকে অপারেশন পরিচালনা করতে পারবেন। রাত্রি বা প্রতিকূল আবহাওয়া কোনও কিছুই বাধা হবে না।” প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, “এই নতুন সিস্টেম ভারতীয় সেনাকে আরও মোবাইল, অভিযোজিত এবং হাই-রিস্ক অপারেশনে দক্ষ করে তুলবে।”