দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় সোমবারের ভয়াবহ বিস্ফোরণের তদন্তে উঠে এসেছে নতুন তথ্য। সূত্রের দাবি, বিস্ফোরিত হুন্ডাই i20 গাড়িটি চালাচ্ছিলেন জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা চিকিৎসক ডঃ উমর উন নবি — যাঁর সন্ত্রাসবাদী যোগের সন্দেহ করছে দিল্লি পুলিশ। বিস্ফোরণে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত ২১।
দিল্লি পুলিশের স্পেশাল সেলের দুই আধিকারিক জানিয়েছেন, তদন্তে ইঙ্গিত মিলেছে যে উমর উন নবি-ই বিস্ফোরণের সময় গাড়ির ভেতরে ছিলেন এবং সম্ভবত তিনিই সেটি চালাচ্ছিলেন। গাড়িটি বিস্ফোরণের জেরে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ফরিদাবাদ সংযোগে খুলছে বিস্ফোরণের রহস্য
তদন্তের সূত্র বলছে, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর থেকেই খুলতে শুরু করে গোটা ঘটনাপ্রবাহ। গাড়িটি প্রথমে ছিল সালমান নামে এক ব্যক্তির নামে, যিনি সেটি বিক্রি করেছিলেন দেবেন্দর নামে এক ব্যক্তিকে। দেবেন্দর পরে সেটি বিক্রি করেন তারিক নামে এক ব্যক্তিকে। তারিকের খোঁজ করতে গিয়েই সামনে আসে উমর উন নবির নাম। পরে জানা যায়, গাড়িটি শেষবার তাঁর কাছেই ছিল।
এক তদন্তকারী আধিকারিক জানান, “আমরা যখন তারিককে খুঁজছিলাম, তখন জানতে পারি গাড়িটি শেষবার উমরের কাছেই ছিল। পরে নিশ্চিত হই, বিস্ফোরণের সময় তিনিই গাড়ির ভিতরে ছিলেন। তদন্তে আরও জানা যায়, তিনি তাঁর দুই বন্ধু — ডঃ মুজাম্মিল শাকিল ও ডঃ আদিল আহমদের সঙ্গে একই সন্ত্রাস মডিউলের অংশ ছিলেন।”
ফরিদাবাদে ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই মেলে যোগসূত্র Dr. Umar Un Nabi Red Fort Blast
অক্টোবরের শেষ দিকে জম্মু-কাশ্মীর পুলিশের হাতে গ্রেফতার হয় উমরের দুই সহযোগী, ডঃ আদিল আহমদ রাথার এবং পরে ডঃ মুজাম্মিল শাকিল। তাঁদের জেরা করেই সামনে আসে আরও বড় চক্র। জম্মু-কাশ্মীর, আইবি এবং ফরিদাবাদ পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয় প্রায় ২,৯০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ও অন্যান্য বিস্ফোরক তৈরির উপকরণ। সেই সূত্রেই এখন লালকেল্লা বিস্ফোরণের থ্রেডে নাম এসেছে উমর উন নবির।
বন্ধুদের গ্রেফতারের পরেই বিস্ফোরণের ছক
তদন্তে যুক্ত আধিকারিকদের দাবি, তাঁর দুই সহযোগী ধরা পড়ার পরেই উমর ওই বিস্ফোরণের পরিকল্পনা করেন। প্রাথমিক তদন্তে ধারণা, গাড়িতে থাকা বিস্ফোরক পরিবহনের সময়ই তা দুর্ঘটনাবশত বিস্ফোরিত হয়। তদন্তকারীদের মতে, বিস্ফোরণের তীব্রতা দেখে মনে হচ্ছে সেখানে অ্যামোনিয়া জেল বা সমজাতীয় উচ্চক্ষমতার বিস্ফোরক ব্যবহৃত হয়েছিল।
তদন্তের অগ্রগতি
দিল্লি পুলিশ ঘটনায় UAPA, ভারতীয় দণ্ডবিধির খুন ও খুনের চেষ্টার ধারা, এবং Explosives Act-এর অধীনে মামলা দায়ের করেছে। তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে উমর উন নবি-ই গাড়ির চালক ছিলেন এবং বিস্ফোরণের সময় ঘটনাস্থলেই মারা যান। কেন্দ্রীয় সংস্থাগুলিও এখন জইশ-ই-মহম্মদের মডিউল সংযোগের সম্ভাবনা খতিয়ে দেখছে।


