Uttarpradesh: রাজ্যে হাড়হিম করা ঘটনা, দুই শিশুর গলা কেটে দিল ব্যক্তি, এরপর এনকাউন্টার

উত্তরপ্রদেশের (Uttarpradesh) বদায়ুনে বড় ঘটনা ঘটে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বদায়ুনের মান্ডি সমিতি পুলিশ ফাঁড়ি থেকে ৫০০ মিটার দূরে বাবা কলোনিতে ঠিকাদার বিনোদ ঠাকুরের দুই ছেলে আয়ুষ (১৩) ও অহানকে (৬) গলা কেটে খুন করা হয়। ঘটনাকে ঘিরে তিব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Advertisements

উত্তেজিত জনতা গতকালই চারটি কিয়স্কে আগুন ধরিয়ে দেয়। এরপরই ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে শেখপুরের জঙ্গলে অভিযুক্ত সাজিদকে খতম করে পুলিশ। জোড়া খুনের ঘটনার পর উত্তপ্ত পরিবেশ দেখে আজ বুধবার সকালে শহরে ফ্ল্যাগ মার্চ করেন পুলিশ আধিকারিক ও নিরাপত্তাকর্মীরা। জোড়া খুনের মামলায় এসএসপি বদায়ুন অলোক প্রিয়দর্শী বলেন, “আইনশৃঙ্খলা একেবারেই স্বাভাবিক। শহরে কোনো সমস্যা নেই। জেলার সর্বত্র পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ায় নজর রাখছি। অভিযুক্ত সাজিদ ওই দুই ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাচ্চা ছাদে খেলা করছিল। সেইসময়ে সাজিদ দুই শিশুর ওপর হামলা চালিয়ে শিশু দুটিকে হত্যা করে। সাজিদের সঙ্গে আরও কেউ ছিল।”

Advertisements

বদায়ুনে জোড়া খুনের মামলায় মৃতদের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত সাজিদ ও তার ভাই জাভেদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এফআইআরে বলা হয়েছে, “অভিযুক্ত সাজিদ আমার স্ত্রীকে বলেছিল যে তার টাকার দরকার কারণ তার স্ত্রী একটি সন্তানের জন্ম দিতে চলেছে। টাকা নিতে ভিতরে গেলে তিনি অসুস্থ বোধ করছেন বলে ছাদে হাঁটতে যেতে চান এবং আমার ছেলেদের (মৃত) সঙ্গে নিয়ে যান। তিনি তার ভাই জাভেদকেও ছাদে ডেকে পাঠালেন। আমার স্ত্রী ফিরে এসে সাজিদ ও জাভেদকে হাতে ছুরি হাতে দেখতে পায়। সাজিদ আমার আরেক ছেলেকেও আক্রমণ করার চেষ্টা করেছিল এবং সে আহত হয়েছিল। দুজনেই পালিয়ে যাচ্ছিল এবং সাজিদ আমার স্ত্রীকে বলেছিল যে আজ সে তার কাজ শেষ করেছে। “