বিচারকের বাড়ি থেকে কুকুর (Dog) চুরি ঘিরে তুলকালাম। অভিযোগের তির প্রতিবেশীর দিকে। এই ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনাটি উত্তর প্রদেশের বেরেলির। ওই বিচারকের পরিবারের অভিযোগ, প্রতিবেশী ডাম্পি আহমেদ তাদের পোষ্যকে চুরি করেছে। বিচারকের পরিবারের অভিযোগের ভিত্তিতে ২৪ জনের বিরুদ্ধে অ্যানিম্যালস ক্রুয়েলটি অ্যাক্টে মামলা রুজু হয়েছে।
বিচারককের পরিবার বেরেলিতে থাকলেও তিনি হরদোইতে কর্মরত। তাঁর পরিবার বেরেলির সানসিটি কলোনিতে থাকে।
এফআইআর অনুযায়ী, বিচারকের পরিবার ও ডাম্পির পরিবারের মধ্যে কয়েকদিন ধরে ঝামেলা চলছে। ডাম্পি আহমেদের ছেলে, কাদির খান বিচারকের পরিবারের বিরুদ্ধে ভয় দেখানো ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন।
১৬ মে রাত ৯টা ৪৫ মিনিটে ডাম্পি আহমেদের স্ত্রী বিচারকের বাড়িতে গিয়ে কিছু কথা বলার দাবি জানান। আহমেদের স্ত্রী আগে থেকেই ওই পরিবারের ওপর ক্ষুব্ধ ছিলেন কারণ ওই কুকুরটি তাঁকে এবং তাঁর মেয়েকে আক্রমণ করেছিল বলে অভিযোগ। ওই মহিলা বিচারকের পরিবারের উদ্দেশ্যে চেঁচিয়ে বলেন, আপনি জানেন না আমার এবং আমার মেয়ের ওপর আক্রমণ হয়েছে?
Prashant Kishor: মোদী ফের ক্ষমতায় ফিরলেই ৪ বড় বদলের ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের
বিচারকের কুকুর নিয়ে দুই পরিবারের মধ্যে তীব্র বচসা হয়। গোটা ঘটনার কথা বিচারকের কানে পৌঁছলে তিনি লখনউ থেকে বেরেলি থানায় ফোন করে গোটা ঘটনার কথা জানান। একই সঙ্গে অভিযোগও দায়ের করেন। এরিয়া অফিসার অনিতা চৌহান দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর পুলিশ বিচারকের কুকুরটিকে খুঁজতে বের হয়।
এদিলে এই ঘটনায় বিচারকের পরিবারের প্রতিক্রিয়া মেলেনি। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা প্রতিক্রিয়া দিতে রাজি হননি।
খুনিদের সঙ্গে আইসি-র মিটিং! নন্দীগ্রাম থানায় দাঁড়িয়ে তুলকালাম অভিযোগ শুভেন্দুর
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। কুকুরটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এর বেশি কিছু বলতে রাজি হননি তদন্তকারীরা।