শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের ডোডায় এক অত্যন্ত মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর ১০ জন জওয়ান। বৃহস্পতিবার সকালে ভাদেরওয়াহ-চাম্বা আন্তঃরাজ্য সড়কে সেনাকর্মী বোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই বিপর্যয় ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত ৭ জন সেনাকর্মী গুরুতর আহত হয়েছেন।
নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট গভীরে পতন
সেনা সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একটি উচ্চ উচ্চতার সেনা পোস্টে (High altitude post) যোগ দিতে যাচ্ছিলেন ১৭ জন সেনাকর্মী। তাঁদের বহনকারী বুলেটপ্রুফ গাড়িটি যখন ডোডোর খানি টপের কাছে পৌঁছায়, তখন আচমকাই চালক নিয়ন্ত্রণ হারান। পাহাড়ি রাস্তা থেকে ছিটকে গাড়িটি প্রায় ২০০ ফুট গভীর একটি গিরিখাতে আছড়ে পড়ে। দুমড়েমুচড়ে যায় পুরো গাড়িটি।
উদ্ধারকাজে নামে সেনা ও পুলিশ Doda army vehicle accident
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সেনাবাহিনী ও স্থানীয় পুলিশের একটি যৌথ দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজে হাত বাড়ান স্থানীয় বাসিন্দারাও। গিরিখাতের দুর্গম পথ পেরিয়ে জওয়ানদের নিথর দেহগুলি উদ্ধার করা হয়। আহত ৭ জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁদের হেলিকপ্টারে করে উধমপুরের কমান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
তদন্তের নির্দেশ সেনাবাহিনীর
এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাহিনীতে। সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহত জওয়ানদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পিচ্ছিল পাহাড়ি রাস্তা ও যান্ত্রিক ত্রুটির দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।
