রোগী মৃত্যুকে কেন্দ্র করে মার খেল জুনিয়ার ডাক্তাররা

আরজি কর কাণ্ডের রেশ এখনও কাটেনি বলাই চলে৷ দিকে দিকে চলছে প্রতিবাদের ঢেউ৷ প্রায় ৫৫ দিনের বেশি হয়ে গিয়েছে এখনও তিলোত্তমার সঠিক বিচার হয়নি৷ এরই…

aaabbb রোগী মৃত্যুকে কেন্দ্র করে মার খেল জুনিয়ার ডাক্তাররা

আরজি কর কাণ্ডের রেশ এখনও কাটেনি বলাই চলে৷ দিকে দিকে চলছে প্রতিবাদের ঢেউ৷ প্রায় ৫৫ দিনের বেশি হয়ে গিয়েছে এখনও তিলোত্তমার সঠিক বিচার হয়নি৷ এরই মাঝে সাগর দত্ত মেডিক্যাল কলেজেও হেনস্থার শিকার হন জুনিয়ার চিকিৎসকেরা। যার জেরে চলছে কর্মবিরতি (Doctors Strike)৷

এত কিছুর মধ্যে যোগীরাজ্যেও ঘটে এমনই এক ঘটনা৷ লালা লাজপত রাই মেডিক্যাল কলেজে মঙ্গলবার একটি গুরুতর ঘটনা ঘটে। এক রোগীর আত্মীয় এক জুনিয়ার চিকিৎসকের (Doctors Strike)মাথায় কয়েকবার ধাতব যন্ত্র দিয়ে আঘাত করেন। এই ঘটনার পর, চিকিৎসকরা(Doctors Strike)ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং বিভাগটির গেটের সামনে জরুরি পরিষেবা স্থগিত করেন।

   

ঘটনার সূত্রপাত হয় সোমবার রাতে৷ জানা গিয়েছে, একজন মহিলাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা ওই মহিলার পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর,রোগীর আত্মীয়রা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন৷ সঙ্গে সঙ্গেই বিক্ষোভ শুরু করে দেন হাসপাতালের সামনে। এই পরিস্থিতিতে জুনিয়ার ডাক্তারকে উপর চড়াও হয় রোগীর পরিবারের লোকজন৷ ধারলো অস্ত্র দিয়ে কয়েকবার মাথায় আঘাত করা হয় এক জুনিয়ার চিকিৎসকের৷

লালা লাজপত রাই মেডিক্যাল কলেজের প্রধান ড. আরসি গুপ্তা জানিয়েছেন, ঘটনার পর চিকিৎসকরা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ধর্মঘট শুরু করেছেন এবং তাদের নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টা পুলিশি নজরদারিরও দাবি করেছেন।

ড.সাকশী, জুনিয়র এবং রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি, নেতৃত্বে চিকিৎসকরা তাদের দাবি আদায়ের জন্য সোচ্চার রয়েছেন। তাঁরা বলছেন, যতক্ষণ পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা না হচ্ছে, ততক্ষণ তারা কাজে ফিরে যাবেন না।